Google Photos: ফোনের স্টোরেজ ফাঁকা করবে গুগল ফটোস! এই ট্রিকস জানেন তো?

।। প্রথম কলকাতা ।।

Google Photos: ফোনের স্টোরেজ নিয়ে খুব চিন্তায় পড়েছেন? ফোন মানেই প্রচুর দরকারি জিনিসে ঠাসা। কোনটা ডিলিট করবেন আর কোনটা রাখবেন বুঝে উঠতে পারছেন না। অপরদিকে স্টোরেজ ফুল হওয়ায় ফোন হ্যাং করছে কিংবা স্লো কাজ করছে। এই সমস্যায় কম বেশি অনেকেই ভোগেন। কেউ বা প্রচন্ড বিরক্ত হয়ে যান। জানেন কি ফোনের সামান্য কেরামতিতেই ফাঁকা হয়ে যাবে স্টোরেজ, তাও শুধুমাত্র গুগল ফটোস (Google Photos) এর ব্যবহারে।

বিশ্বে যতগুলি জনপ্রিয় অ্যাপ রয়েছে তার মধ্যে অন্যতম গুগল ফটোস। বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড (Android) ব্যবহার করেন তাদের পছন্দের টপ তালিকায় রয়েছে এই অ্যাপ। গুগল ফটোস ব্যবহার করে আপনি খুব সহজেই ফোনে স্টোরেজ ফাঁকা করতে পারবেন। তার জন্য ফলো করতে হবে সামান্য কয়েকটি নিয়ম। এই অ্যাপ সাধারণত ফোনে থাকে। যদি না থাকে play store বা ios ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবেন। প্রথমে গুগল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। যদিও গুগল অ্যাকাউন্ট কমবেশি সবারই থাকে। এই অ্যাকাউন্টে সাইন ইন করে ছবি এবং ভিডিও গুলির ব্যাক আপ করবেন। ব্যাক আপ (Back up) করার অপশন পাবেন ‘গুগল ফটোস’ এর সেটিংসে। যখন ব্যাক আপে রাখবেন তখন ওয়াইফাই কানেকশন নিলে আরো ভালো। মোবাইল ডাটাও ব্যবহার করতে পারেন। এই কাজ করতে হবে হাতে কিছুটা সময় নিয়ে। কারণ ব্যাক আপ করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগতে পারে। ব্যাক আপ হয়ে গেলে দেখবেন ফোনে ব্যাক আপ কমপ্লিট (Backup Complete) অপশন দিয়েছে। ব্যাক আপ হয়ে গেলে ফ্রি আপ স্পেস অপশনে (Free up space) ক্লিক করবেন।

ধীরে ধীরে অপশনগুলোতে ক্লিক করতে হবে। আপনার ফোনে কত জিবি স্টোরেজ ফাঁকা হতে চলেছে তা আপনি আগে থেকেই দেখতে পাবেন। শুধুমাত্র যে ছবিগুলি ব্যাক আপ হবে সেই ছবিগুলি গুগল ফটোস স্টোরেজ থেকে ডিলিট করবে। গুগল ফটোস যদি আপনার ফোনের ছবি ব্যাকআপ নিয়ে নেয়, পরবর্তীকালে যে কোন ডিভাইস থেকে আপনি তা ডাউনলোড করে নিতে পারবেন। ব্যাক আপ করলে আপনার ফোনে ছবি আর ভিডিও ডিলিটের কোন ঝামেলা থাকবে না। ডিলিট করলেও আপনার জিনিস আপনার কাছেই থাকবে। কিন্তু ফোনে স্টোরেজ ফুল হওয়ার ভয় থাকবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version