EV Charging Station: কাছেপিঠে কোথায় রয়েছে চার্জিং স্টেশন? ঠিকানা খুঁজে দেবে Google

।। প্রথম কলকাতা ।।

EV Charging Station: জ্বালানি চালিত গাড়ির জন্য যেমন দরকার পড়ে পেট্রোল পাম্প তেমনই ইলেকট্রিক গাড়ির জন্য খুব জরুরি সঠিক চার্জিং স্টেশন। তাছাড়া বর্তমানে যে হারে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ছে তাতে নিকটবর্তী কোথায় কোথায় ইভি চার্জিং স্টেশন রয়েছে তা জেনে রাখা খুবই দরকারি। আর এখানেই বড় সুবিধা নিয়ে এল গুগল।

সম্প্রতি গুগল ম্যাপ, গুগল সার্চ এবং গুগল লেন্সের জন্য একাধিক ফিচার নিয়ে এসেছে গুগল। আসন্ন ক্রিস্টমাস ফেস্টিভ্যালের আগে বিশ্বব্যাপী মানুষের ইলেকট্রিক গাড়ির প্রতি উৎসাহকে এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ গুগলের। যদিও প্রাথমিক ভাবে এই ফিচার নির্দিষ্ট কয়েকটি জায়গাতেই উপলব্ধ। আগামীদিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ফিচার রোল আউট করবে বলে জানিয়েছে গুগল।

নিকটবর্তী ইভি চার্জিং স্টেশন খুঁজে দেবে গুগল

গুগল জানিয়েছে, চার্জিং স্টেশন খোঁজার প্রক্রিয়াটি খুবই সহজ। এক্ষেত্রে ব্যবহারকারীদের প্রথমে গুগল সার্চে গিয়ে সার্চ করতে হবে ‘Nearest EV Charging Station’ এরপর ‘Fast Charge’ নামে একটি অপশন চলে আসবে। এই অপশনে ক্লিক করার পর ৫০ কিলোওয়াট বা তার বেশি যে চার্জিং স্টেশনগুলি রয়েছে সেগুলো দেখা যাবে।

এ ছাড়া ব্যবহারকারী চার্জিং স্টেশনে কোন প্লাগ ব্যবহার করা হচ্ছে তা Plug Type অপশনে ক্লিক করেও দেখে নিতে পারেন। অর্থাৎ আপনার ইলেকট্রিক গাড়ির জন্য যে প্লাগ উপযোগী তা আপনার নিকটবর্তী চার্জিং স্টেশনে রয়েছে কিনা জেনে নিতে পারবেন। যাচাই করা যাবে উক্ত চার্জিং স্টেশনের চার্জিং নেটওয়ার্ক সম্পর্কেও।

খেয়াল রাখার বিষয় হল, উক্ত চার্জিং স্টেশনের ঠিকানার পাশাপাশি তার সঠিক দিকনির্দেশও দেখিয়ে দেবে গুগল। এই ফিচার কাজ করবে Android ও iOS দুই স্মার্টফোনেই।

Exit mobile version