Sundar Pichai: বিক্রি হয়ে গেল গুগল সিইও সুন্দর পিচাইয়ের বাড়ি, কে কিনলেন জানেন?

।। প্রথম কলকাতা ।।

Sundar Pichai: দক্ষিণী এই অভিনেতার কাছেই বিক্রি হয়ে গেল গুগল সিইও সুন্দর পিচাইয়ের বাড়ি। কে কিনলেন জানেন? কান্নায় ভেঙে পড়লেন বাবা রঘুনাথ পিচাই। কী এমন ঘটলো যে শেষমেশ বাড়ি বেচে দিতে হল পিচাইয়ের বাবাকে ? বিক্রি হয়ে গেল গুগল সিইও সুন্দর পিচাইয়ের চেন্নাইয়ের বাড়ি। শেষ পর্যন্ত তাকে কেন বাড়ি বিক্রি করতে হলো? এই প্রশ্নের উত্তর খুঁজছে নেটদুনিয়া।

অনেক কষ্টে বাড়িতে ল্যান্ডফোন ঢুকতে দেখেছিলেন। বর্তমানে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের অধিকর্তা সুন্দর পিচাই। জন্মভূমি ভারতের কথা উঠলে আজও আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু তাঁর সেই জন্মভিটেই এ বার বিক্রি হয়ে গেল। ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রধান শহর চেন্নাইয়ে ছোটবেলা থেকে সুন্দর পিচাইয়ের বেড়ে ওঠা। সেই পৈতৃক বাড়িটি এখনও রয়েছে এই শহরের অশোক নগর এলাকায়। ওই বাড়ির আনাচে কানাচেই কেটেছিল তাঁর ছেলেবেলা। শেষে জমিটি বিক্রি করে দিলেন সিইওর অভিভাবকেরা। কিন্তু কেন? কী এমন ঘটলো যে শেষমেশ বাড়ি বেচে দিতে হল পিচাইয়ের বাবাকে ? কে কিনলেন জানেন?

রেজিস্ট্রেশন অফিসে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে অপেক্ষা করে, সব বকেয়া কর মিটিয়ে তার পরই বাড়ির নথিপত্র তুলে দেন সুন্দর পিচাইয়ের বাবা। এই বাড়িটি জুড়ে কত আবেগ জড়িয়ে রয়েছে তার জীবনে। কার হাতে তুলে দিলেন নিজের প্রথম সম্পত্তির ভার? চেন্নাইয়ের অশোকনগরে পিচাই পরিবারের বাড়িটি কিনে নিয়েছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা তথা প্রযোজক মণিকন্দন। বিনোদন জগতের মুখ হওয়ার পাশাপাশি আরও একটি পরিচয় আছে। তিনি রিয়েল এস্টেট ডেভেলপার। তাঁর নিজস্ব সংস্থা এখনও পর্যন্ত প্রায় ৩০০ টি বাড়ি তৈরি করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

বেছে বেছে এই বাড়িটি কেন কিনলেন? তিনি সংবাদমাধ্যমে জানান সুন্দর পিচাইয়ের বাড়ি বলে তিনি ওই সম্পত্তি কেনেননি, বরং গুগল সিইও-র বাবা মায়ের ব্যবহার তাঁকে মুগ্ধ করেছে। প্রথম আলাপেই সুন্দর পিচাইয়ের মা নিজের হাতে তাঁর জন্য ফিল্টার্ড কফি তৈরি করে দেন। তাঁদের ব্যবহারে অভিনেতা মুগ্ধ। মণিকন্দন বলেন, “সুন্দরের বাবা নথিপত্রগুলি দেওয়ার সময়  কয়েক মিনিটের জন্য ভেঙে পড়েছিলেন। কারণ, এটাই ছিল তাঁর জীবনের প্রথম সম্পত্তি”।

আসলে দীর্ঘদিন ধরে ফাঁকাই পড়েছিল এই বাড়িটি। সুন্দরের বাবা স্টেনোগ্রাফার রঘুনাথ পিচাই আপাতত আমেরিকার বাসিন্দা। তাই চেন্নাইয়ের বাড়িটি ফেলে রাখার চেয়ে বিক্রিরই সিদ্ধান্ত নেন তিনিই। তামিলনাড়ুর চেন্নাইয়ের অশোক নগরের মধ্যবিত্ত পরিবারে জন্ম সুন্দরের। ছোট্ট বাড়িতে সাজানো সংসারে বড় হয়ে ওঠা। জানা গিয়েছে তিনি ২০ বছর বয়স পর্যন্ত এই বাড়িতেই ছিলেন। গত ডিসেম্বর মাসে গুগলের সিইও সুন্দর যখন চেন্নাইয়ে এসেছিলেন এই বাড়িতে আসেন। বাড়িটির বারান্দায় দাঁড়িয়ে সকলের সাথে ছবিও তুলেছিলেন। যদিও বাড়ি বিক্রি নিয়ে গুগলের সিইও – র তরফে আপাতত কিছু জানা যায়নি বাড়িটি তাঁর নামে না থাকায় বিক্রির প্রক্রিয়ায় তাঁকে অংশ নিতে হয়নি বলেই জানা গিয়েছে।

নিজের জন্য বাড়ির খোঁজ করছিলেন মনিকন্দন তাতে সুন্দরের জন্মভিটের খোঁজ পান। জানতে পারেন, ওই বাড়িতেই জন্মেছিলেন সুন্দর। তার পর আর এক মুহূর্তও ভাবেননি মনিকন্দন। এই জায়গায় একটি সুন্দর ভিলা তৈরি করা হবে বলে জানা গিয়েছে। যেটি তৈরি করতে দেড় বছরের মতো সময় লাগবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version