Christmas Carnival 2023: সুখবর! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফের চালু হাওড়া কার্নিভ্যাল, কবে থেকে শুরু ?

।। প্রথম কলকাতা ।।

Christmas Carnival 2023: তৃণমূলের পুর চেয়ারম্যান এবং বিধায়ক তথা মন্ত্রীর মধ্যে মত পার্থক্যের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল অনুষ্ঠান। এই ঘটনার পর হতাশ হয়ে পড়েছিলেন এলাকার নাগরিকরা। এবার ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান অবিলম্বে এই কার্নিভ্যাল চালু করার নির্দেশ দিয়েছেন। এই সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ড. সুজয় চক্রবর্তী জানিয়েছেন, কার্নিভ্যাল আবারও চালু করার নির্দেশ দিয়েছে রাজ্যের শীর্ষ নেতৃত্ব। আজ দুপুর ২টো থেকে ফের অনুষ্ঠানে মাততে পারবেন সাধারণ মানুষ।

ঠিক কী কারণে বন্ধ হয়ে গিয়েছিল অনুষ্ঠান ?

মূলত পার্কিং সমস্যা নিয়ে ঘটনার সূত্রপাত। আর যে ঘটনার জল গড়িয়েছিল কার্নিভ্যাল বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। জানা গিয়েছিল ওই এলাকায় পার্কিং ফি বাবদ সকলের কাছে নেওয়া হচ্ছিল ১০ টাকা করে, যেখানে পার্কার এন্ট্রি ফি মাত্র ৫ টাকা। এই নিয়ে অনেকেই আপত্তি করেন, এত টাকা কেন নেওয়া হচ্ছে এই বিষয়টিকে উল্লেখ করে। বিষয়টি কানে যায় শিবপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারির। অভিযোগ, এরপরেই তাঁর অনুগামীরা এসে অনুষ্ঠানে বিষয়টি নিয়ে অশান্তি করতে থাকেন। আর এই ঝামেলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল ক্রিসমাস কার্নিভ্যাল। শুধু তাই নয়, ঘটনায় বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকেও।

উল্লেখ্য, হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালের থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। তাই স্বাভাবিক ভাবেই, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। ২২ ডিসেম্বর থেকে হাওড়ার ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভাল। যা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version