।। প্রথম কলকাতা ।।
Swasthya Sathi Card Rule Changed: রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা পর থেকেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনমুখী প্ৰকল্পের সূচনা করেছে। যার মধ্যে অন্যতম হল “স্বাস্থ্য সাথী” প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিষেবাকে সবসময় অগ্রাধিকীর দিয়ে এসেছে। ফলে পশ্চিমবঙ্গ সরকারের নানা ধরনের প্রকল্পের তালিকায় নতুন সংযোজিত হয়েছে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী কার্ড এনে বাংলার লক্ষ লক্ষ সাধারণ মানুষকে চিকিৎসার দুর্দান্ত এক সুযোগ করে দিয়েছে। কয়েক বছর আগেও যারা অসুখ হলে কীভাবে চিকিৎসা করবেন ভেবে পেতেন না ২০১৬ সালে স্বাস্থ্য সাথী কার্ড আসার পর থেকে তাঁরাই বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা করে দিব্যি সুস্থ হয়ে উঠছেন।
খবর মিলেছে, এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাবেন পঞ্চায়েত দপ্তরের কর্মীরাও। নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। পঞ্চায়েত দপ্তরে যারা কাজ করেন তারা এতদিন পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পেতেন না। তবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে চলেছে এবার পঞ্চায়েত দপ্তরের সকল কর্মীদের পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবেন স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে।
সম্প্রতি কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে না বলে জানানো হয়েছিল। তবে সমস্ত সরকারি হাসপাতালে সেই সুযোগ মিলবে। শুধুমাত্র বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেই কিছুটা সংশোধন করা হল নিয়ম। নির্দেশিকায় জানানো হয়েছিল, যাঁরা দুর্ঘটনায় আহত হয়েছেন এবং হাড়ের অস্ত্রোপচার করতে হবে, তাঁরা সেই নয়া নিয়ম(বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার) থেকে ছাড় পাবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম