Weather Update Today: উধাও শীত! বড়দিনের সকালে ঘন কুয়াশার চাদরে মুড়ল রাজ্য

।। প্রথম কলকাতা ।।

Weather Update Today: বড়দিনের সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। আগামী কয়েক দিন শহর এবং শহরতলিতে একই ভাবে কুয়াশার পূর্বাভাস রয়েছে।নয়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে এই ঘূর্ণাবর্তের জন্য। ফলে ক্রমশ বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আপাতত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই সেই কারণেই। হাওয়া অফিস সূত্রে খবর মিলেছেবৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। আগামী দু’দিন বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায়। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

অন্যদিকে, মোটের উপর একই রকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের দুই পার্বত্য এলাকার জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনও জেলাগুলিতে । তবে আগামী কয়েকদিন হাড়কাঁপানো শীত দেখবে পাহাড়নগরী দার্জিলিং। তাপমাত্রা আরও নেমে যেতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন এরকমই খানিকটা কুয়াশা, খানিকটা মেঘলা আবহাওয়া থাকবে ।এবছরের বাকি কটাদিনে বাংলায় আর জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন কুয়াশার হাত থেকে রেহাই না পেলেও শীতের কবল থেকে মুক্তি পাবেন বঙ্গবাসী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version