।। প্রথম কলকাতা ।।
Gold Price hike: ২০০০ নোট দিয়ে সোনা কিনতে তাড়াহুড়ো করছেন। জানেন লিমিট ক্রস করলেই বড় বিপদে পারেন। নগদে একেবারে কত টাকার সোনা কেনা সম্ভব? কটা দিন অপেক্ষা করলেই কমবে সোনার দাম বলেছেন বিশেষজ্ঞরা। এভাবে টাকা বদলাতে গিয়ে বোকা হবেন না প্লিজ। ব্যাঙ্কের কেওয়াইসি কিন্তু মাস্ট সোনা কিনতে গেলে৷ কেন ভাবছেন তো?
অনেকেরই জানা এখন ২০০০ টাকার নোট বদলাতে সোনার দোকানে হিড়িক পড়ে গিয়েছে তাহলে কি এবার সোনা কেনার ক্ষেত্রেও নয়া নিয়ম আনল কেন্দ্রীয় সরকার? যেটা জানেন না সেটায় সতর্ক থাকুন। নগদে একদিনে কত টাকার সোনা কেনা সম্ভব? তার থেকে বেশি কিনলে কী সমস্যা? আয়কর দফতরের বিশেষ নিয়মের কথা জানেন? সেটা ভাঙলে কিন্তু অস্বস্তিতে পড়ে যাবেন। আধার বা প্যানের পরিচয় না দিয়ে ঠিক কতটা সোনা একদিনে কেনা যায়? সূত্রের খবর, নোট বদলের জেরে সোনা কেনার দিকে মানুষ যেই ঝুঁকেছেন আর তার সুযোগ নিচ্ছেন সোনা ব্যবসায়ীরা। নির্দিষ্ট মূল্যের অতিরিক্ত দামে সোনা বিক্রি করছেন তাঁরা।
তথ্য বলছে, ২০০২ সালে সরকার দামী রত্ন ও সোনার গয়নাকে অর্থপাচার রোধী আইনের আওতায় নিয়ে আসে। ২০২০ সালে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়। তাতে বিক্রেতা সংস্থাগুলোকে প্রতিদিন কত গয়না বিক্রি হচ্ছে তার হিসেব দিতে হবে। ১৯৬১ সালের আইকর আইনের ২৬৯এসটি ধারায় স্পষ্ট বলা রয়েছে এক দিনে ২ লক্ষ টাকার বেশি লেনদেন করা যাবে না। এর মানে একদিনে যদি আপনি ২ লক্ষ টাকা নগদের বেশি টাকার গয়না কেনেন সেক্ষেত্রে আয়কর দফতরের নিয়ম উলঙ্ঘন করছেন আপনি।
২০০০ টাকার নোটের বদলে সোনা কিনলে ক্রেতাদের প্যান নম্বর সহ বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন All India Gem And Jewellery Domestic Council । যার জেরে নাকি আগামী কয়েকদিনে সোনার দাম বেশ খানিকটা কমতে পার। যদি দু লক্ষ টাকার বেশি গয়না কোনও জরুরি কারণ অনুষ্ঠান বিয়ে এসবের জন্য কিনতে হয় সেক্ষেত্রে প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে পেমেন্ট করলেও কিন্তু প্যান ও আধার কার্ড দেখাতেই হবে আপনাকে। বিশেষজ্ঞরা বলছেন, সোনা, বিলাসবহুল আইটেম, আসবাবপত্র ইত্যাদির চাহিদা বাড়বে কারণ যাঁদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তাঁরা সেগুলো বাজারে ছড়িয়ে দিতে চাইবেন। ফলে চাহিদার স্বল্পমেয়াদি বৃদ্ধি হবে। অনেকে সোনাতেও বিনিয়োগ করবেন প্রভাব পড়বে রিয়েল এস্টেটেও। তাই এমূহুর্তে সোনা কিনতে গেলে এবিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম