Promise Day 2023: প্রমিস ডে-তে প্রিয়জনকে দিন এই প্রতিশ্রুতি! তাহলেই টিকবে প্রেম

।। প্রথম কলকাতা ।।

Promise Day 2023: দিন তিনেক পরই ভ্যালেন্টাইন দিন। এর মধ্যে নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন প্রিয়জনকে সেদিন কী উপহার দেবেন (Valentine’s Day Gifts)। কিন্তু জানেন কি এসবের থেকে কোন উপহার সবচেয়ে গুরুত্বপূর্ণ? তা হল সুখে-দুখে পাশে থাকার অঙ্গীকার।

১১ ফেব্রুয়ারি হল ‘প্রমিস ডে’ (Promise Day)। প্রেমের দিক থেকে এ দিনটিকে অনেকটা ওই প্রতিজ্ঞা দিবস বলা যেতে পারে। এ বছরের এই প্রেম-উদযাপন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি, সেদিন ছিল ‘রোজ ডে’, ১০ ফেব্রুয়ারি ছিল ‘টেডি ডে’ আর আজ ‘প্রমিস ডে’ (Promise Day)। এই করতে করতে নানা একেবারে পৌঁছে যাওয়া প্রেমদিবসে, ১৪ ফেব্রুয়ারিতে।

প্রমিস ডে (Promise Day) মানেই প্রিয়জনকে আগলে রাখার প্রতিশ্রুতি জানানোর দিন। তার সুখে দুঃখে বিপদে আপদে তাকে ভালোবেসে যাবেন। এমন প্রতিশ্রুতিই জানাতে হয় সঙ্গীকে। তবে খেয়াল রাখুন, রাখতে পারবেন না যে প্রতিশ্রুতি, তা না দেওয়াই ভালো।

এদিনেই প্রতিশ্রুতি নিন। আমাদের সম্পর্কের মধ্যে কোনও রাখঢাক থাকবে না। দুজনের মধ্যে ভালোবাসা আরও দৃঢ় হোক। যেকোনও ঝড় ঝাপটা আসুক। সামলে নিতে হবে দুজনকে।

আপনি আপনার সঙ্গীর কাছে অনন্য হয়ে উঠুন৷ কিন্তু মনে রাখবেন আপনার সঙ্গীর প্রতিটি ছোট অভ্যাসের উপর বিধিনিষেধ আরোপ করতে শুরু করেন, তাহলে তা সম্পর্ককে দুর্বল করে দেয়। সম্পর্কে ক্লান্তি চলে আসে।

এদিন মনের মানুষকে বলুন আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যে, ছলচাতুরিকে রাখব না। তোমায় কখনও কষ্ট দেব না। দেব না কোন মানসিক আঘাত। বিপদের মুখে তোমায় ফেলে চলে যাব না। সুখে-দুখে থাকব তোমার পাশে।তাই আর দেরি কেন, এখনই প্রিয়জনের নরম হাত ধরে নিজের মনের কথাটা বলে দিন। এই শুভদিনই যে আপনার জন্যে আদর্শ সময়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version