।। প্রথম কলকাতা ।।
Smartphone Insurance: স্মার্ট ফোন চুরি গেলে বা হারিয়ে গেলেও আর চিন্তা নেয়। পাবেন বীমা! কোন মোবাইলে কত বিমার টাকা পাবেন জানেন ? বীমা পেতে কি কি করতে হবে? ফোন হারিয়ে যাওয়া বা চুরির ঘটনা প্রায় রোজই শোনা যায়।আর এখন বেশিরভাগ ফোনের দাম অনেকটাই বেশি। তাই ফোন হারালে মাথায় হাত পড়ে যায় সকলেরই। তবে এখন সেই চিন্তা কিছুটা হলেও কম। ফোন হারিয়ে গেলে বা চুরি গেলে বীমা পাবেন। কিভাবে এই বিমান অ্যাপ্লাই করবেন?
মোবাইল চুরি বা হারানোর আগেই আপনার ফোনের বিমা করা উচিত। যদি কোনও কারণে এটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তবে আপনার খুব বেশি ক্ষতি হবে না। বাড়ি, গাড়ি, জীবনের পাশাপাশি মোবাইলেরও ইন্স্যুরেন্স আছে।আপনি যখনই একটি নতুন স্মার্টফোন কিনবেন, তখন ৫ দিনের মধ্যে আপনাকে স্মার্টফোনের জন্য বিমা কিনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই বিমা কোম্পানিগুলি স্মার্টফোনে ১ বছরের ফোনের বিমা অফার করে। আপনি যদি এর চেয়ে বেশি সময়ের জন্য বিমা চান, তবে আপনাকে দুর্ঘটনার ক্ষেত্রে ওয়ারেন্টি দেওয়া হয়। আপনি সহজেই অনলাইন বা অফলাইন যেকোনও জায়গা থেকে স্মার্টফোনের জন্য বিমা নিতে পারেন।
যদি আপনার স্মার্টফোন চুরি হয়ে যায়, হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে বিমা কোম্পানিতে ফোন করে জানাতে হবে। চুরির ক্ষেত্রে, আপনাকে এফআইআর-এর একটি কপি কোম্পানিকে দিতে হবে। সব বিষয় যাচাই করার পরে আপনি ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইনস্যুরেন্স ক্লেমের টাকা পাবেন। মোবাইল ফোনের বিমার পরিমাণ কত হবে তা নির্ভর করে আপনার মোবাইলের দামের ওপর। যদি আপনার স্মার্টফোনের মূল্য ১ লাখ টাকা হয়, তাহলে এর প্রিমিয়ামও বেশি হবে। আপনি সেই অনুযায়ী বিমা মূল্য পাবেন। অন্যদিকে, যদি আপনার মোবাইল ফোনের দাম হয় ৬০০০ থেকে ১০০০০ টাকা হয় তাহলে আপনার প্রিমিয়াম ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে হতে পারে৷
আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তার বীমার পরিমাপ নির্ভর করে আপনার মোবাইল ফোনের বয়সের ওপরেও।ধরুন আপনার স্মার্টফোনের দাম যদি ১০০০০ টাকা হয় ও এটি ২ বছর পরে চুরি হয়ে যায়, তাহলে আপনি ইনস্যুরেন্স ক্লেইম পেতে পারবেন। সেই ক্ষেত্রে দাবি হিসাবে ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা পেতে পারেন আপনি। অবশ্যই দামের উপরেও নির্ভর করছে টাকার পরিমাপ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম