।। প্রথম কলকাতা ।।
German Chancellor Olaf Scholz’s: ২৫শে ফেব্রুয়ারি সকালে ভারতে আসলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ(German Chancellor Olaf Scholz’s)। জার্মান চ্যান্সেলরের ভারত সফরের(India Visit) বিষয়টি কূটনৈতিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক যেমন মজুবুত হবে, তেমনি স্বাক্ষর হতে পারে একাধিক চুক্তি। যদিও জার্মানি এবং ভারতের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। দিল্লির তরফ থেকে আশা করা হচ্ছে, এই সম্পর্ক আরো মজবুত হবে। পাশাপাশি দুই দেশের উন্নয়ন এবং বিশ্ব শান্তির প্রাসঙ্গিক বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা হবে। এক্ষেত্রে প্রতিরক্ষায় বড়সড় পদক্ষেপ নিতে পারেন তিনি। স্বাক্ষর হবে সাবমেরিন চুক্তি।
জার্মান আর ভারত যে যৌথভাবে সাবমেরিন বানাতে চলেছে সেই খবর বহুদিন ধরে শোনা যাচ্ছে। এবার সেই খবরে স্ট্যাম্প পড়বে জার্মান চ্যান্সেলরের চুক্তিতে। এই চুক্তি হতে পারে প্রায় ব ৫.২ বিলিয়ন ডলারের। এতদিন সাবমেরিনের ক্ষেত্রে ভারতের কাছে বড়সড় ভরসা ছিল রাশিয়া, তবে বিশেষজ্ঞ মহল মনে করছে জার্মানির সঙ্গে এই চুক্তি হলে এক্ষেত্রে রাশিয়ার উপর ভারতের একটু নির্ভরশীলতা কমবে। এখন ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে ১৮টি সাবমেরিন যার মধ্যে প্রায় ১১টি ওল্ড মডেল এবং প্রথাগত। বর্তমানে আধুনিক প্রযুক্তির সাবমেরিন অত্যন্ত দরকার। সেক্ষেত্রে ভারতের কাছে রয়েছে মাত্র দুটি নিউক্লিয়ার সাবমেরিন। দিনের পর দিন আটলান্টিক মহাসাগরের চীন যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, সেক্ষেত্রে চীনকে শায়েস্তা করতে ভারতের কাছে শক্তিশালী নতুন সাবমেরিন থাকার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।
জার্মান চ্যান্সেলর এই দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে নানা আলোচনা করনেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। তাঁর সাথে থাকবে জার্মান প্রশাসনের কর্মকর্তারা সহ ব্যবসায়িক প্রতিনিধিদল। আন্তর্জাতিক প্লাটফর্মে বারংবার একাধিক বিষয়ে ভারত এবং জার্মানিকে কাজ করতে দেখা গিয়েছিল। দুই দেশের মধ্যেকার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। গত সপ্তাতেই জার্মানির চ্যান্সেলরের নিরাপত্তার নীতি উপদেষ্টা জেনস প্লোটনার ভারত সফরে এসেছিলেন। তখন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর বিদেশমন্ত্রী এস জয় শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম