Mukesh Ambani Overtakes Goutam Adani: পিছিয়ে গেল গৌতম আদানি, বিশ্বের ধনীতম ভারতীয় মুকেশ আম্বানি

।। প্রথম কলকাতা ।।

Mukesh Ambani Overtakes Goutam Adani: গৌতম আদানিকে পিছনে ফেলে দিলেন মুকেশ আম্বানি। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠলেন তিনি। বিশ্বের ধনীতম ভারতীয়র (Richest Indian in the World) জায়গায় এখন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।

প্রকাশ্যে এসেছে ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়রের তালিকা (Forbes Real-time Billionaires list)। যেখানে বিশ্বের ধনীতম তালিকায় নাম উজ্জ্বল করেছেন মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৮৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির সম্পত্তি বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬৪ মিলিয়ন ডলার যা শতাংশে প্রায় ০.১৯%। তালিকার শীর্ষে রয়েছে ফরাসি বিলাসবহুল ফ্যাশন জায়ান্ট LMVH-এর বার্নার্ড আরনাল্ট (French luxury fashion giant LMVH’s Bernard Arnault)। ২০২২ সালের ডিসেম্বরে, লুই ভিটনের প্রতিষ্ঠাতা এবং সিইও বার্নার্ড আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে এলন মাস্ককে ছাড়িয়ে যান৷ এই মানগুলি ক্রমাগত ওঠানামা করে৷ যদি আদানির শেয়ারে লাভ হয়, আশা করা যায় আদানির ব্যক্তিগত সম্পদও বাড়বে।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল আরেকটি রিপোর্ট যেখানে বিশ্বের ১০ ধনকুবের নাম প্রকাশ করা হয়েছিল। তখন চতুর্থ স্থানে ছিলেন আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেরিস ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় বেশ বড়সড় পরিবর্তন আসে, যেখানে ক্ষতির মুখে পড়ে ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি। সেই রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির সম্পদের পরিমাণও অনেকটা কমেছিল। হিসাব অনুযায়ী, নতুন বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রায় ৬ শতাংশের বেশি কমেছে।

তারপর হিন্ডেনবার্গের রিপোর্টকে ঘিরে একের পর এক বিতর্ক দানা বাঁধতে থাকে। এই কয়েকদিনে আদানি গ্রুপের শেয়ার নিম্নমুখী। গৌতম আদানির প্রায় ৮০০ কোটি ডলারের সম্পত্তি কমে গিয়েছে। আদানি এন্টারপ্রাইজেস, গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি, ৩.০২ শতাংশ কমে BSE শেয়ার প্রতি ২, ৮৮০.২০তে পৌঁছেছে। মাত্র পাঁচ দিনে, স্টক কমেছে ১৫ শতাংশ। আদানি গ্রীন শেয়ার ৩.৮২ শতাংশ কমে ১,১৭৭.১৫ রুপি হয়েছে এবং গত পাঁচ দিনে স্টকটি ৩৮ শতাংশের বেশি কমেছে। কয়েকদিনেই উল্টে গেল সমস্ত ছক। মুকেশ আম্বানি টপকে গেলেন গৌতম আদানিকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version