Adani Group: ধনকুবেরদের তালিকায় পিছিয়ে পড়ছেন গৌতম আদানি, এক ধাক্কায় নামলেন ৩৮ নম্বরে

।। প্রথম কলকাতা ।।

Adani Group: একসময় বিশ্বের ধনীতম তালিকায় গৌতম আদানি (Gautam Adani) ছিলেন ২ নম্বরে। কিন্তু বর্তমান পরিস্থিতি এক্কেবারে অন্যরকম। ধীরে ধীরে তাঁর পতন ঘটেই চলেছে। এই অস্বাভাবিক পতনের বড়সড় কারণ হয়ে দাঁড়িয়েছে হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenburg Report)। যার জেরে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকাতে বড়সড় প্রভাব পড়েছে। গত জানুয়ারি মাসে যেখানে আদানি ছিলেন বিশ্বের চতুর্থতম ধনী ব্যক্তি, সেখানে ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে তিনি বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় রয়েছেন ৩৮ নম্বরে। অপরদিকে আদানিকে টপকে গিয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি এখন এশিয়ার শীর্ষ এবং বিশ্বের অষ্টমতম ধনী ব্যক্তি। আদানি গ্রুপ কিছুতেই শেয়ারবাজার ধস রুখতে পারছে না। হারানো সিংহাসন ফিরে পেতে লড়াই করলেও সেভাবে আশাজনক কোন ফল মেলেনি। উপরন্তু এতদিন ধরে যে লগ্নিকারীরা ঋণ দিয়েছিল তাদের আস্থা ফিরে পেতে আদানি গ্রুপকে এখন লোন পরিশোধ করতে হচ্ছে।

এর আগেও বহুবার আদানির সম্পত্তি কখনো বেড়েছে, কখনো কমেছে। কিন্তু গত দু’বছরের মধ্যে এই প্রথম এত খারাপ দশা দেখছে আদানি গ্রুপ। বলতে গেলে গৌতম আদানির সময় এক্কেবারে ভালো যাচ্ছে না। রীতিমত শনির দশা শুরু হয়েছে। গত এক মাসের মধ্যে হারিয়েছেন প্রায় ৬ লক্ষ কোটি টাকা। উপরন্তু ঘাড়ে রয়েছে কোটি কোটি টাকার লোকসান। ২০২৩ এর জানুয়ারির ২৪ তারিখে গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে। কারচুপির অভিযোগ তুলতেই রীতিমত শেয়ারবাজারের ধস রামতে শুরু করে। হু হু করে কমে যায় আদানি গ্রুপের শেয়ারের দাম। হিসাব করলে দেখা যাবে, গত এক মাসের মধ্যে আদানি গ্রুপের লোকসান হয়েছে প্রায় ৬ লক্ষ ৬২ হাজার কোটি টাকা। এক মাসের মধ্যে আদানি হারিয়েছে মোট সম্পত্তির সম্পত্তির প্রায় দুই তৃতীয়াংশ। একসময় বিশ্বের অন্যতম ধনকুবের হিসেবে আদানির কাছে ছিল প্রায় ৯ লক্ষ ৯৪ হাজার কোটি টাকার সম্পত্তি। এখন তা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩১ হাজার কোটি টাকায়।

হিন্ডেনবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আদানি গ্রুপ স্টক ও হিসেবের ক্ষেত্রে বিস্তর জালিয়াতি করেছে। একের পর এক ভুল তথ্য দিয়ে বাজার প্রভাবিত করেছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িয়েছে নিজেদের শেয়ারের দাম। স্বাভাবিক ভাবেই এই প্রতিবেদন যখন প্রকাশ্যে আসে তখন রীতিমত মাথায় হাত পড়ে যায় বহু লগ্নিকারীদের। আদানি গ্রুপ নিজেদের আগের অবস্থা ফিরে পাবে কি পাবে না, সেই নিয়ে এখন বিস্তর সন্দেহ তৈরি হয়েছে। যদিও নিজের সিংহাসন ফিরে পেতে সমানভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন গৌতম আদানি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version