।। প্রথম কলকাতা ।।
FIR Filed Against Gauri Khan: আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন শাহরুখ-পত্নী গৌরী খান (Shah Rukh Khan’s wife Gauri Khan)। তাঁর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (FIR), তাও আবার জামিন অযোগ্য ধারায়। আইনি জটিলতা যেন শাহরুখ পরিবারের পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই আরিয়ানকে নিয়ে কম জলখোলা হয়নি। এবার বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের হল গৌরী খানের বিরুদ্ধে।
এখন আইনি ঝামেলায় পড়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। লখনউতে (Lucknow) গৌরীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত শাহ (Jaswant Shah) অভিযোগ করেন, তিনি মোটা টাকা দিয়েও নির্ধারিত সময়ে তার ফ্ল্যাট পাননি। উপরন্তু সেই ফ্ল্যাট এখন অন্য কারোর কাছে। দিয়েছিলেন প্রায় ৮৬ লক্ষ টাকা, অথচ এখনো পর্যন্ত মেলেনি ফ্ল্যাটের চাবি। শাহের অভিযোগ, ফ্ল্যাটটি অন্য কাউকে দেওয়া হয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী খানের দ্বারা প্রভাবিত হয়ে ফ্ল্যাটটি কিনেছেন বলেও অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে গৌরী ছাড়াও কোম্পানির অনেক সদস্যের নাম রয়েছে। ভারতীয় দণ্ডবিধি ৪০৯ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
যশবন্তের দায়ের করা এফআইআরে গৌরী খানের পাশাপাশি তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি এবং মহেশ তুলসিয়ানির নাম রয়েছে। ওই সংস্থার কাছ থেকে তিনি নাকি প্রায় ৮৬ লক্ষ টাকার বিনিময়ে একটি ফ্ল্যাট কিনেছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই ফ্ল্যাট পাননি। যশবন্ত শাহ বিশ্বাস ভঙ্গের অভিযোগে আইনের কাছে দ্বারস্ত হয়েছেন। যে সংস্থার কাছ থেকে তিনি ফ্ল্যাট কিনেছিলেন সেই সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরি খান (brand ambassador Gauri Khan)। যদিও কয়েক বছর ধরে এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী খান, তবে বর্তমানে এই সংস্থার সাথে গৌরী খানের কোন যোগাযোগ বা চুক্তি রয়েছে কিনা সেই বিষয়ে কোন স্পষ্ট খবর পাওয়া যায়নি। জামিন অযোগ্য ধারায় গলফ সিটির পুলিস স্টেশনে গৌরিক খানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে যার কারণে এখন বিপাকে পড়তে পারে খান পরিবার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম