Train Cancellation: শনি থেকে সোম, মেরামতির জন্য বাতিল শিয়ালদা-বনগাঁ শাখার একাধিক ট্রেন

।। প্রথম কলকাতা ।।

Train Cancellation: প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হল ট্রেন পরিষেবা (Train Service)। বিশেষ করে লোকাল ট্রেন ছাড়া অনেকেই এমন রয়েছে যাদের কর্মক্ষেত্রে পৌঁছানো সম্ভব নয়। তাই পূর্ব রেলের তরফ থেকে ট্রেন বাতিলের (Cancel) ঘোষণা করায় রীতিমতো চিন্তিত যাত্রীরা। শনিবার থেকে সোমবার পর্যন্ত শিয়ালদা- বনগাঁ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা-নৈহাটি রুটেও সপ্তাহের শেষ দুই দিন শনি- রবিতে একাধিক ট্রেন চলবে না এমনটাই ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railway)।

রেলে তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, দত্তপুকুর স্টেশনে আপ লাইনে কাজে চলার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক করতে হবে। আর সেই কাজের জন্যই শনিবার, রবিবার ও সোমবার শিয়ালদা-বনগাঁ শাখার (Sealdah-Bangaon Route) বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে একই রকম ভাবে শিয়ালদা থেকে রানাঘাট শাখার একাধিক ট্রেন বাতিল হয়েছে। কারণ মেরামতির কাজ চলবে টিটাগড় স্টেশনে।

পূর্ব রেলের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার রাতে ৬ ঘন্টার জন্য বাতিল থাকছে শিয়ালদা থেকে বনগাঁ রুটের বহু ট্রেন। এছাড়াও রবিবার এবং সোমবার রাতে সাত ঘন্টার জন্য বন্ধ রাখা হবে ট্রেন পরিষেবা। শুক্রবার অর্থাৎ আজও দুটি শিয়ালদা-বনগাঁ লোকাল বাতিল রয়েছে বলে জানা গিয়েছে । শনি, রবি এবং সোমবার বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবে ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদেরকে রবিবার অফিস বন্ধ থাকলেও শনিবার অনেক অফিসে খোলা থাকে। আর সোমবার সপ্তাহের শুরুতে তো অফিস যেতেই হবে। কাজেই যাতায়াতের মাধ্যম কি হবে সেই নিয়ে চিন্তায় নিত্য যাত্রীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version