Eye Brow problems: ঘনঘন পার্লারে গিয়ে ভুরু তুলছেন, বিপদ কোথায়? সমস্যা সমাধানে রইল টিপস

।। প্রথম কলকাতা ।।

Eye Brow problems: ঘনঘন পার্লারে গিয়ে ভুরু (Eye Brows) তোলেন?এভাবে ভুরু (Eye Brows) তুলতে গিয়েই কী ক্ষতি করছেন জানেন?একটা সময়ে আপনার চোখের উপর ফাঁকা হয়ে যেতে পারে।একটা পেঁয়াজ কিন্তু বাঁচিয়ে দিতে পারে।অকালে চুল যেমন পরতে থাকে , এবার ভুরুও (Eye Brows) ঝরতে শুরু হলে সর্বনাশ।লক্ষণ দেখলেই সাবধান হোন।এই উপায়ে আপনার সুন্দর ভুরুর একটু টেক কেয়ার করুন ।

ভুরু তোলা আপনার অভ্যেসে গিয়ে দাঁড়িয়েছে?কিন্তু তোলার কয়েক দিন পর থেকেই আশেপাশে আবার ছোট ছোট লোম (Eye Brows)বেরিয়ে পড়ে। তখন দেখতে যাতে খারাপ না লাগে তার জন্য কয়েকদিন পরই পার্লারে (Beauty parlour) ছোটেন অনেকেই।ঘন ঘন প্লাকিংয়ের ফলে কি হতে পারে জানেন? ফলিকল পাকাপাকিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তা থেকে আর নতুন রোম গজায় না,যে টুকু ভুরু রয়েছে সেটাও কদিন পর আর থাকবে না।

অল্প বয়সে যেমন মাথা ফাঁকা হয়ে গিয়ে টাক পরতে পারে। তেমনই ভুরুর লোমও পরে যাচ্ছে তো? থাইরয়ে (Thyroid) হরমোনের সমস্যা হলে কিন্তু ভুরুর লোম ঝরে পড়ে।চিকিৎসকদের মতে (Doctors), থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হলে ভুরুর লোম ঝরে যেতে পারে।

খুশকি (Dandruff) কতটা ভয়ঙ্কর জানেন? মাথায় একটু দেখা দিলেই সতর্ক হন। মাথায় খুশকি (Dandruff) হলেও সেখান থেকে ভুরু ঝরে যেতে পারে। যদি সময়ের আগেই ভুরু সাদা হতে শুরু করে

তাহলে ডায়েটে ভিটামিন ই অনেক বেশি রাখতে হবে।

চিন্তা করবেন না! ভুরু ফিরিয়ে আনার টিপস দিচ্ছি আপনার জন্য। চুলের ফলিকলে পুষ্টি জোগায় ক্যাস্টর অয়েল। তাই চুল ঘন করতে ক্যাস্টর অয়েলের (castor oil) ব্যবহার করতে হবে। কটন বাডে করে ক্যাস্টর অয়েল নিয়ে ভুরুতেও লাগিয়ে নিন।একটা পেঁয়াজ বেটে নিয়ে ছিবড়ে থেকে রসটুকু আলাদা করে ফেলুন।পেঁয়াজের রস দিয়ে ভুরুতে পাঁচ মিনিট মাসাজ করুন।পেঁয়াজের রস শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন নিয়ম করে দুবার করতে হবে কয়েক সপ্তাহ নিয়মিত করলেই ফল পাবেন।

এই টোটকাটা ব্যবহার করলে একটু গন্ধ লাগতে পারে কিন্তু সেটা সহ্য করে নিতে পারলে দারুণ ভালো ফল পাবেন।চুলের গোড়ায় আর্দ্রতা জোগায় অলিভ অয়েল (olive oil)। ভরপুর মেথি আপনার ভুরুর ঘনত্ব অনেক বাড়িয়ে দিতে পারে।

মূলত দুটি ভূমিকা পালন করে ভুরু৷ চোখ (eye) থেকে আর্দ্রতাকে দূরে রাখা এবং মনের ভাব প্রকাশ করা ৷ ওয়্যাক্সিং, থ্রেডিং, প্লাকিং যে পদ্ধতিতেই ভুরুর আকার ঠিক রাখুন না কেন, এর যত্নের জন্য কিছু কথা আপনাকে জানতেই হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version