Weather update: অবাধ উত্তরে হাওয়া, রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ

।। প্রথম কলকাতা ।।

Weather update: কলকাতায় পারদের ওঠা নামা চলছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শীত এখনই কমছে না, তাপমাত্রা উঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে। তবে আগামীকাল দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গে জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে থাকবে পারদ। উত্তরের হাওয়া বইবে তবে তার তীব্রতা কিছুটা কমবে।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর নিম্ন চাপের কোনো প্রভাব নেই‌। পাশাপাশি দুই বঙ্গের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। অবাধ উত্তরের হাওয়া আরো কয়েকদিন রাজ্যে প্রবেশ করবে যার জন্য শীত বজায় থাকবে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছিল তা সরে যাওয়ায় আকাশ আগের তুলনায় আরো পরিষ্কার হয়েছে। ফলে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গে এখন তাপমাত্রার পতন অব্যাহত থাকবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version