আধার কার্ড দিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা ! জমানো সঞ্চয় কীভাবে বাঁচাবেন ?

।। প্রথম কলকাতা ।।

আপনি আপনার বাড়িতে খুব যত্ন করে আধার কার্ড রেখে দিয়েছেন আর তার নম্বর ব্যবহার করেই যে কোনও মুহুর্তে আপনার ব্যাঙ্ক থেকে গায়েব হতে পারে হাজার হাজার টাকা। এমনটাই হচ্ছে! হঠাৎ ফোনে মেসেজ চলে আসছে
অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নিয়েছে কেউ ভাবতে পারছেন? জানেন কীভাবে আধার নম্বর ব্যবহার করে টাকা তোলা যায়? যে কোনও দিন প্রতারকদের টার্গেট হতে পারেন আপনিও। হ্যাঁ আধার নম্বর ব্যবহার করে সর্বসান্ত হতে পারে যে কেউ। আপনি বাড়ি বসেই প্রতারকদের জব্দ করতে পারেন একটা উপায়ে আধার কার্ডে ছোট্ট একটা কাজ করতে হবে তাহলেই আপনার সব টাকা বাঁচবে! কীভাবে আপনার সেভিংস সুরক্ষিত রাখবেন একদম সহজ ভাবে জানুন পুরোটা।
বিভিন্ন ওয়েবসাইট থেকে আধার নম্বর, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চুরি করে চলছে প্রতারণা। আপনি বেড়াতে গিয়ে যে হোটেলে আধার কার্ড জমা দিচ্ছেন। সেখান থেকেও তথ্য চুরি করে সব টাকা গায়বে হয়ে যেতে পারে। আধার কার্ড দিয়ে কীভাবে টাকা তোলা যায় জানলে সত্যি চমকে যাবেন।

সকলেরই ব্যাঙ্ক অ্যাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে মনে করে দেখুন আধার কার্ড করানোর সময় আপনিও বায়োমেট্রিক্স হিসেবে আঙুলের ছাপ দিয়েছিলেন। এক্ষেত্রে প্রতারকরা AEPS-প্রযুক্তির ব্যবহার করছে। এই AEPS কি জানেন? এই পদ্ধতিতে গ্রামের দিকে অনেক জায়গায় টাকা তোলা হয়। এক্ষেত্রে একটি মেশিনে আঙুলের ছাপ দিলেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন গ্রাহক। এই প্রযুক্তিকেই হাতিয়ার করছে প্রতারকরা। এভাবে আপনার আঙ্গুলের ছাপ জোগার করেঅ্যাকউন্ট থেকে টাকা তুলতে আর কোনও অসুবিধাই হবে না। সেই আঙ্গুলের ছাপ প্রতারকরা পেয়ে যাচ্ছে আপনার আধার কার্ড থেকে। এমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা। এ বিষয়েই এবার রাজ্যবাসীকে সাবধান করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। কীভাবে আধার লক করবেন? একটা ছোট কাজেই আপনার সব টাকা বাঁচতে পারে।

এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে এম আধার অ্যাপে। গুগল প্লে স্টোরেই পাবেন এই অ্যাপ। তারপর সেখানে ওটিপি দিয়ে প্রবেশ করুন। এরপর মাই আধার অপশনে গিয়ে বায়োমেট্রিক ডিটেলস ব্লক করুন। কবার ব্লক করলে যে আর আনব্লক করা যাবে না এমনটা নয়। চাইলে প্রয়োজনে আবার আনব্লকও করতে পারেন। এটা আনব্লক করলেই আপনার আঙ্গুলের ছাপ আর ব্যবহার করতে পারবে না প্রতারকরা।

আধার কার্ডের কোনও ভুল ব্যবহার হয়েছে কিনা, অজানা কেউ বেআইনিভাবে আপনার আধার নম্বর ব্যবহার করে কোনও প্রতারণার চেষ্টা করছে কিনা তা আপনি জানতে পারবেন। যার নামে আধার কার্ড রয়েছে সে এবার আধার কার্ডের ইতিহাস জানতে পারবে। অর্থাৎ কখন, কোথায় আপনার ১২ সংখ্যার আধার নম্বর ব্যবহার হচ্ছে, তা চাইলেই অনলাইনে আপনি দেখতে পারবেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ করতে পারেন। সতর্ক হন। না হলে এভাবেই যে কোন সময়ে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version