Dhanteras: ধনতেরাসে লক্ষ্মী-গণেশের মূর্তি কেনার সময় মানুন এই নিয়ম, উপছে পড়বে ধন- সম্পদ

।। প্রথম কলকাতা ।।

Dhanteras: ধনতেরাস তো এসে গেল! এবারও সুখ সমৃদ্ধির কামনায় এই উৎসব পালন করতে আপনি তৈরি তো। এদিন সোনা-রুপো, বাসনপত্র কিনবেন নিশ্চয়ই। কিন্তু জানেন কি, তামার পাত্র কিনলেও খুব ভালো ফল পাবেন। জানেন, শুধু লক্ষ্মী-গণেশের মূর্তি কিনেই আপনি মালামাল হয়ে যেতে পারেন। তাতেই আসবে বিপুল টাকা। প্রসন্ন হবেন মা লক্ষ্মী। তবে মানতে হবে কিছু নিয়ম। না হলে ঠিকঠাক সুফল পাওয়া যায় না। তাই জ্যোতিষ মতে কিছু নিয়ম মেনে চলুন। মাথায় রাখতে হবে কোন কোন বিষয়? সেটাই এখন জানবো আজকের এই প্রতিবেদনে।

কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস৷ ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনা করেন অনেকেই। বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু৷ বলা হয়, এ দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে। কিন্তু ধনতেরাসে কী সোনা, রূপো কিনতেই হবে?তার তো অনেক দাম! এই তো পুজোয় এতো খরচ হলো। তবে অতো চিন্তার কিছু নেই।জ্যোতিষ মতে, লক্ষ্মী-গণেশের মূর্তি কিনলেও সমান ফল মিলবে।

দীপাবলি উৎসব পাঁচ দিন ধরে চলে। তা ধনতেরাস থেকে শুরু হয়। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন অনেকেই। আমাদের রাজ্যে কালী পুজো প্রাধান্য পেলেও ধনতেরাসের শুভ দিন ভগবান ধন্বন্তরীর পূজা করা হয়। এই দিনে ধন্বন্তরী দেব, মা লক্ষ্মী ও কুবের মহারাজের পুজো করা হয়। এছাড়াও দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের আরাধনা করলেও সৌভাগ্য ও সম্পদ আসে। অনেকেরই বিশ্বাস, ধনতেরাসের দিন কোনও কিছু কেনা খুবই ভাল৷ এমনকি কেনা স্থাবর-অস্থাবর সম্পত্তি তেরো গুণ বেড়ে যায়। ধনতেরাসের দিন অনেকেই লক্ষ্মী-গণেশের মূর্তি কেনেন। এটিও সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয়। এই দিনে আপনি একটি রৌপ্য বা সোনার মূর্তি কিনতেই পারেন। ধনতেরাসে সোনা-রূপা কেনার চল রয়েছে। জ্যোতিষ মতে তা শুভ বলে মনে করা হয়৷

এছাড়াও বাড়ির জন্য নতুন পাত্র কেনার শুভ। তামার তৈরি পাত্র কিনে পূর্ব দিকে রাখলে সংসার ফুলে-ফেঁপে উঠবে। টাকাও আসবে বিপুল। তবে ধনতেরাসের সময় মাটির মূর্তি পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।তাই আপনি লক্ষ্মী-গণেশের মাটির মূর্তিও কিনতে পারেন।তবে লক্ষ্মী গণেশকে বিসর্জন দেবেন না। কারণ মা লক্ষ্মী নিজেই সম্পদের দেবী। ভগবান গণেশকে জ্ঞানের দেবতা হিসাবে বিবেচনা করা হয়। তাই এই দিনে দু’জনকেই বিসর্জন দেওয়া হয় না। এছাড়াও অষ্টধাতুর তৈরি মূর্তিও কিনতে পারেন। চাইলে পিতল ও রূপার মূর্তিও কিনতে পারেন। কিন্তু কখনই প্লাস্টার অফ প্যারিস বা প্লাস্টিকের মূর্তি কেনা উচিত নয়। এ বছর ১০ নভেম্বর ধনতেরাস। তিথি পড়ছে বিকেল ৫ টা ২৭ মিনিট থেকে। আর তা চলবে সন্ধ্যে ৭ টা১৯ মিনিট পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে কেনাকাটা করলে ঘরে সমৃদ্ধি আসে। আর সেই তিথি দেখেই শুরু করুন ধনতেরাসের কেনাকাটা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version