Bank Holidays February: জরুরি কাজ জলদি সারুন, ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে দশ দিন!

।। প্রথম কলকাতা ।।

Bank Holidays February: ব্যাঙ্ক (Bank) কর্মীদের জন্য ফেব্রুয়ারি মাসে রয়েছে সুখবর। ২০২৩ এর ফেব্রুয়ারিতে (February) বেশ অনেকগুলি ছুটি পাওয়া যাবে। ব্যাঙ্কে যাদের জরুরি কাজ রয়েছে তারা চেষ্টা করুন জানুয়ারির মধ্যেই তা শেষ করে ফেলার। সাধারণত বহু অফিস কর্মী আছেন যারা ছুটির (Holiday) অভাবে ব্যাঙ্কের জরুরি কাজের একটি সিডিউল বানিয়ে রাখেন। তার এদিক-ওদিক হলেই সমস্যা। তাই ফেব্রুয়ারি মাসের কোন কোন দিন ছুটি রয়েছে তা আগে থেকে জেনে নিলে সুবিধা হবে। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারিতে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে সেই ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে প্রায় ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই মাসেই রয়েছে মহাশিবরাত্রি। এছাড়াও রবিবার তো ব্যাঙ্ক বন্ধ থাকছেই। এছাড়াও মাসের দ্বিতীয় আর চতুর্থ শনিবার গুলি ব্যাঙ্ক বন্ধ থাকে।

ব্যাঙ্ক কোন কোন দিন ছুটি থাকবে সেটা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। হলিডে আন্ডার দ্যা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস। গোটা দেশজুড়ে রবিবার এবং মাসের দ্বিতীয় আর চতুর্থ শনিবার ছাড়া উৎসবের উপর ভিত্তি করে ব্যাঙ্কের ছুটি থাকে। যদিও ডিজিটাল ব্যাঙ্কিং এবং এটিএম এর পরিষেবা ২৪ ঘন্টা পাবেন।

২০২৩ এ ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা

(১) ৫ই ফেব্রুয়ারি- রবিবার(সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(২) ১১ই ফেব্রুয়ারি – দ্বিতীয় শনিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(৩) ১২ই ফেব্রুয়ারি – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(৪) ১৫ই ফেব্রুয়ারি- লুই-এনগাই-নি (হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(৫) ১৮ই ফেব্রুয়ারি – শিবরাত্রি (আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(৬) ১৯শে ফেব্রুয়ারি – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(৭) ২০শে ফেব্রুয়ারি – রাজ্য দিবস (আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(৮) ২১শে ফেব্রুয়ারি – লোসার (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(৯) ২৫শে ফেব্রুয়ারি – তৃতীয় শনিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

(১০) ২৬শে ফেব্রুয়ারি – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version