।। প্রথম কলকাতা ।।
Rudraksha – Benefits of Panchmukhi: কঠিন রোগ সারাতে পারে পঞ্চমুখী রুদ্রাক্ষ। ভুলভাবে ধারণ করলে উল্টে বিপদ কিন্তু আপনার।মহাদেবের আর্শিবাদ শরীরের কোথায় রাখবেন? পঞ্চমুখী রুদ্রাক্ষ (Panchmukhi Rudraksha) ধারণের জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়ম গুলো জানুন নাহলে মহাদেব (Mahadev) রুষ্ট হবেন।
রুদ্রাক্ষের মধ্যে পঞ্চমুখী রুদ্রাক্ষই (Panchmukhi Rudraksha) সবচেয়ে জনপ্রিয়। পঞ্চমুখী রুদ্রাক্ষের (Panchmukhi Rudraksha) বিশেষ গুরুত্ব রয়েছে।এই রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করেন সাধু সন্ন্যাসীরা। তবে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ (Panchmukhi Rudraksha) ধারণের জন্য কিছু নিয়ম আছে। সেই সমস্ত নিয়ম মেনে চললে তবেই এর ফল পাওয়া যায়।জানুন শরীরের কোথায় রাখবেন পঞ্চমুখী রুদ্রাক্ষ?
মনে করা হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ (Panchmukhi Rudraksha) পঞ্চ ব্রহ্মার রূপ।রুদ্রাক্ষ ধারণ করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট থাকেন।ধুলো বালি লাগা ময়লা হাত দিয়ে কখনই রুদ্রাক্ষ স্পর্শ করবেন না।কারণ মনে করা হয় পঞ্চমুখী রুদ্রাক্ষের (Panchmukhi Rudraksha)
ওপর স্বয়ং মহাদেবের (Mahadev) আশীর্বাদ রয়েছে।পঞ্চমুখী রুদ্রাক্ষ সব সময় পরে থাকা যায়। তবে কারোর শেষকৃত্যে যোগ দিতে গেলে রুদ্রাক্ষ খুলে রেখে যান।
পঞ্চমুখী রুদ্রাক্ষ সকলের জন্য নয়! কীভাবে বুঝবেন এটি ধারণ করবেন কিনা!মাসের যে কোনো সোমবার পঞ্চমুখী
রুদ্রাক্ষ (Panchmukhi Rudraksha) গঙ্গাজলে শোধন করে লাল সুতোতে ধারণ করবেন। এই রুদ্রাক্ষ ধারণের পর যদি বিভিন্ন সমস্যা আসে খুলে ফেলবেন।রুদ্রাক্ষ শক্ত সুতো দিয়ে বাঁধতে হবে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেন মাটিতে না পরে যায়! আপনি যদি নিয়মিত রুদ্রাক্ষ পরে থাকেন তাহলে আমিষ খাবার আর খাবেন না।এমনটাই বলে থাকেন সাধু সন্ন্যাসীরা।
ভক্তিভরে গলায় রুদ্রাক্ষ ধারন করলে যদি সে ব্যক্তি পাপও করে থাকেন তা হলে তার পাপের বোঝা অনায়াসে চলে যায়। দেখতে অতি সাধারণ হলেও এই পঞ্চমুখী রুদ্রাক্ষ (Panchmukhi Rudraksha) শান্তি (Peace) আনবে আপনার জীবনে। মানুষের বিশ্বাস রুদাক্ষ এমন ভাবে পরতে হবে যাতে তা আপনার বুকের কাছে থাকে।
হার্টের কাছাকাছি রুদ্রাক্ষ থাকলে হার্টের (Heart) সমস্যা
টেনশন, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখা যায় রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা পুজো সম্পূর্ণ হলে সঙ্গে সঙ্গে তা পরে নিন।পুরোহিতের সঙ্গে কথা বলে কোনও। শুভ দিন দেখে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা পুজো করবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম