Bathinda Military Station: কাকভোরে পাঞ্জাবের সামরিক ছাউনিতে গুলি, নিহত ৪

।। প্রথম কলকাতা ।।

Bathinda Military Station: বুধবার কাকভোরে পাঞ্জাবের (Punjab) ভাতিন্ডা (Bathinda) মিলিটারি স্টেশনের (Military Station) মধ্যে চলল গুলি। নিহত চার জন। ঘটনাস্থলে পৌঁছেছে কুইক রিঅ্যাকশন টিম। পুরো এলাকার সিল করে তল্লাশি অভিযান চলছে।

বুধবার ভোরে পাঞ্জাবের ভাতিন্ডা মিলিটারি স্টেশনে গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। একজন সিনিয়র অফিসার এই বিষয়ে বলেন, “ভোর ৪:৩৫ টার দিকে ভাতিন্ডা মিলিটারি স্টেশনের ভিতরে একটি গুলি চালানোর ঘটনা ঘটে। স্টেশন কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সিল করে দেওয়া হয়েছে”। অনুসন্ধান অভিযানের পাশাপশি উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনা সদর দফতরের পাশাপাশি পুলিশ ও সহকারী সংস্থাগুলিকেও ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

ভাথিন্ডা একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং এখানে ১০ কর্পসের সদর দফতর রয়েছে, যা জয়পুর-ভিত্তিক দক্ষিণ পশ্চিমী কমান্ডের এখতিয়ারের অধীনে আসে। স্টেশনটি প্রচুর সংখ্যক অপারেশনাল আর্মি ইউনিট এবং অন্যান্য স্থিতিশীল স্থাপনার আবাসস্থল।

এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ভাতিন্ডা পুলিশ অনুমান করছে, এই গুলি চলার ঘটনার জঙ্গি হামলা যুক্ত নয়। পাঞ্জাব পুলিশ এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী, এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে মনে মনে হচ্ছে না। ঘটনাটির পর সেনানিবাসের ভিতরে পুলিশকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আপাতত খুঁটিয়ে তল্লাশি অভিযান চলছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version