Market Price: রবিবার মাটন চিকেনের দামে আগুন, কোন সবজির কত দাম? রইল তালিকা

।। প্রথম কলকাতা ।।

Market Price: আবহাওয়ার (Weather) রদ বদলে ঊর্ধ্বমুখী সবজির দাম (Vegetable Price)। চলতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। যে ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে বাজার করতে গিয়ে নাকাল হচ্ছে মধ্যবিত্তরা। বিশেষ করে যারা দিন আনে দিন খান তাদের অবস্থা বেশ খারাপ। একটু গ্রামাঞ্চল কিংবা চাষি এলাকা গুলিতে সবজির দাম অনেকটা কম। কোথাও আবার জলের দরে বিক্রি হচ্ছে। অপরদিকে কলকাতা (Kolkata) কিংবা কলকাতা সংলগ্ন এলাকা গুলিতে সবজির দাম বেশ অনেকটা। ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। শীতের বিদায় বেলায় ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে গরমের বেশ কিছু সবজি। এখন ঝিঙে, সজনে ডাঁটা, ঢেঁড়স, পটল কিনতে গেলে আপনাকে বেশ মোটা টাকা খরচ করতে হবে। মোটামুটি এই সবজিগুলি কেজি প্রতি প্রায় ৭০ থেকে ৯০ টাকা। অপর দিকে কপির দাম এখন অনেকটা কম। রবিবারের বাজারে (Sunday Market) কবজি ডুবিয়ে খেতে গেলে হাতে রাখতে হবে কমপক্ষে হাজার টাকা। মাটনের দাম প্রায় ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি। চিকেন ১৯০ থেকে ২১০ টাকা কেজি। একটু বড় সাইজের চিংড়ি কিনতে গেলে কেজি প্রতি খরচ করতে হবে প্রায় ৪০০ টাকা। কাটা পোনা বা পাকা রুই কেজি প্রতি প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। রবিবার বাজার যাওয়ার আগে জেনে নিন খুচরো বাজারে সবজির দরদাম ঠিক কেমন যাচ্ছে।

রবিবারের বাজারদর
১২ মার্চ
কলকাতা
কুমড়ো – ২৫ থেকে ৩০ টাকা
কাঁচা লঙ্কা – ৭০ থেকে ৮০ টাকা
বাঁধাকপি- ৮ থেকে ১০ টাকা পিস
শশা – ৩৫ থেকে ৪০ টাকা
গাজর- ৩৫ থেকে ৪০ টাকা
বিন কড়াই- ৩৫ থেকে ৪৫ টাকা
টমেটো- ২৫ থেকে ৩০ টাকা কেজি
ধনেপাতা – ২৫ থেকে ৩০ টাকা (বান্ডিল ৪ থেকে ৫ টাকা)
করোলা – ৫৫ থেকে ৬০ টাকা
পিয়াঁজকলি – ৪০ থেকে ৪৫ টাকা
বেগুন- ৫৫ থেকে ৬০ টাকা
ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
পেঁপে- ১৫ থেকে ২০ টাকা
পটল- ৭৫ থেকে ৮০ টাকা
পুঁইশাক- ১৫ থেকে ২০ টাকা
ঝিঙে- ৫০ থেকে ৬০ টাকা
বিট – ২৫ থেকে ৩০ টাকা
সিম – ৩৫ থেকে ৪০ টাকা
মটরশুঁটি- ৫৫ থেকে ৬০ টাকা
নতুন আলু- ৯ থেকে ১০ টাকা
পুরনো আলু- ১০ থেকে ১২ টাকা
চন্দ্রমুখি আলু – ১১ থেকে ১৩ টাকা
পিঁয়াজ – ১৫ থেকে ২০ টাকা
আদা- ৮০ থেকে ১০০ টাকা
রসুন – ৮০ থেকে ১০০ টাকা
ক্যাপসিকাম – ৪৫ থেকে ৫০ টাকা
কচু – ৪৫ থেকে ৫০ টাকা
কাঁচকলা – ৩ থেকে ৪ টাকা পিস
সজনেডাঁটা- ৭৫ থেকে ৮০ টাকা কেজি
ওলকপি – ৩ থেকে ৫ টাকা পিস
ঢেঁড়স – ৫৫ থেকে ৬০ টাকা
( খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
*** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version