Aadhaar card: আঙুলের ছাপ ও চোখের মণি দুই ক্ষেত্রে সমস্যা? আধার কার্ড পেতে মুশকিল আসান, জানাল কেন্দ্র

।। প্রথম কলকাতা।।

Aadhaar card: যদি কারোর হাত না থাকে, চোখের মণির ক্ষেত্রেও সমস্যা থাকে, তাহলে আধার কার্ড তৈরি হবে কীভাবে? সেইসব মানুষদের জন্যও এবার খুশির খবর। আধার কার্ড পেতে এবার আর আঙুলের ছাপ বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল কেন্দ্র। শুধু তাই নয় একইভাবে আঙুলের ছাপ ও চোখের মণি, দুই ক্ষেত্রে সমস্যা থাকলেও আধার কার্ড পেতে কোনো সমস্যা হবে না। কেন্দ্রীয় সরকার নতুন বিবৃতিটি জারি করে এমনটাই জানিয়ে দিল । এই মর্মে দেশের সমস্ত আধার পরিষেবা কেন্দ্রেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

কোনও কারণে কারও চোখের তারার স্ক্যান অসম্ভব হলে শুধু আঙুলের ছাপের মাধ্যমে আধার কার্ড করা যাবে। একইভাবে আঙুলের ছাপ গ্রহণ ও চোখের স্ক্যান , দুই ক্ষেত্রেই সমস্যা থাকলে তাহলেও আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। সেক্ষেত্রে যোগ্য আবেদনকারীর নাম, লিঙ্গ, ঠিকানা, জন্ম তারিখ সহ অন্য কোনও বায়োমেট্রিক এনরোলমেন্ট সফ্টওয়্যারে আপলোড করা হবে। উল্লেখ করতে হবে তার কোন কোন বায়োমেট্রিক নেওয়া সম্ভব হয়নি। হাতের আঙুল বা চোখের তারা বা দু’টিই না থাকলে তার প্রামাণ্য ছবি তুলে এধরনের আবেদনকে ‘ব্যতিক্রমী’ হিসেবে নথিভুক্ত করতে হবে।

উল্লেখ্য, কেরলের এক মহিলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আর্জি নিয়ে । কারণ তাঁর আঙুল নেই। ফলে তাঁর আধার কার্ডে নাম নথিভূক্ত করতে গিয়ে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল ফিঙ্গার প্রিন্ট। এক্ষেত্রে কী করণীয়, তার রাস্তা খুঁজছিলেন তিনি । এরপরই পদক্ষেপ নেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version