।। প্রথম কলকাতা ।।
Navjot Singh Sidhu: জেল থেকে ছাড়া পেলেন কংগ্রেস নেতা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। ১৯৮৮ সালে গাড়ির অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে গত বছর সিধুকে ১ বছরের সাজা দিয়েছিল শীর্ষ আদালত। গত ১০ মাস তিনি জেলবন্দি অবস্থায় ছিলেন। সুপ্রিম কোর্ট নভজ্যোৎ সিং সিধুর উপর ১ হাজার টাকার জরিমানাও ধার্য্য করে। সিধুর পরিবারের পক্ষ থেকে ২০১৮ সালের এই শুনানি পুনরায় বিচার করার আবেদন জানানো হয়েছিল। আজ জেলের মেয়াদ শেষের আগেই এই মামলায় মুক্তি পেলেন সিধু। এদিন জেল থেকে সিধু বের হতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে।
ঘটনাটা কী ঘটেছিল ?
এই সময় সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা যায় , জনপ্রিয় একজন ক্রিকেটার থাকাকালীন ১৯৮৮ সালে নভেম্বর মাসে সিধু তাঁর বন্ধু রুপিন্দর সিং সান্ধুর সঙ্গে পাতিয়ালা একটি মার্কেটে গিয়েছিলেন। ঘটনার সূত্রপাত, মার্কেট অঞ্চলেই গাড়ি পার্কিং নিয়ে তিনি গুরনাম সিং নামে একজনের সঙ্গে সিধু ঝামেলায় জড়িয়ে পড়েন। তর্কাতর্কি থেকে পরে হাতাহাতির পর্যায়ে চলে যায় ঘটনাটি। সিধু গুরনামকে আঘাত করলে তিনি মাটিতে পরে যান । অবস্থা গুরুতর থাকায় গুরনামকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালেই মারা যান। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন গুরনাম। ওই দিনই কোতয়ালি থানায় নভজ্যোৎ সিং সিধু এবং তাঁর বন্ধু রুপিন্দর সিং সান্ধুর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ দায়ের করা হয়। নিম্ন আদালতে এই মামলায় সিধু বেকসুর খালাস হলেও পরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিধুকে দোষী সাব্যস্ত করে। পরবর্তী পর্যায় সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কেই ধার্য করে।
এদিন জেল থেকে মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সিধু। জেল থেকে বেরিয়ে চেনা মেজাজে তিনি অভিযোগ তুলে বলেন , ‘ষড়যন্ত্র চলছে পঞ্জাবে রাষ্ট্রপতির শাসন আনার। সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। যদি পঞ্জাবকে দুর্বল করতে চান, তাহলে আপনারা দুর্বল হয়ে যাবেন।’
#WATCH | Congress leader Navjot Singh Sidhu released from Patiala jail, approximately 10 months after he was sentenced to one-year jail by Supreme Court in a three decades old road rage case pic.twitter.com/kzVB2vMnpk
— ANI (@ANI) April 1, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম