Weather Update: অবশেষে মিলল স্বস্তি, বৃষ্টিতে ভিজবে বঙ্গ! কী বলছে হাওয়া অফিস?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: তীব্র গরমে বঙ্গবাসীর হাঁসফাঁস অবস্থা। এখন সবাই চাতক পাখির জন্য একটু বৃষ্টির (Rain) জন্য অপেক্ষা করছে। এই অস্বস্তিকর পরিবেশের মধ্যেই রয়েছে মন ভালো করা খবর। শুক্রবার (Friday) থেকেই আবহাওয়ার পরিবর্তন (Weather Change) ঘটতে পারে। শনিবার থেকে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। যদিও বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অপরদিকে তৈরি হয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।

আগামী দু-একদিন তাপপ্রবাহ জারি থাকলেও শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়। সেই তালিকায় রয়েছে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদিয়া। এছাড়াও অন্যান্য জেলা গুলিতে বৃষ্টি না হলেও কোথাও মেঘ আবার কোথাও আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ বইবে। কলকাতায় ইতিমধ্যেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। উপরন্তু বেলা বাড়তেই বইছে লু। এই ভ্যাপসা গরমের কারণে সব থেকে বেশি ভুগতে হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমকে।

কলকাতাবাসীর জন্য এই মুহূর্তে কোন সুখবর নেই। তীব্র গরমে মহানগরবাসীকে এখনো ভুগতে হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহ জারি থাকবে মালদহ এবং দুই দিনাজপুরে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে। একইভাবে শুক্রবারও এই জেলাগুলি বৃষ্টিতে ভিজবে। মালদহ এবং দুই দিনাজপুরে রবিবার থেকে বৃষ্টি হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version