Weather update: নামছে পারদ, জমিয়ে ঠান্ডা উত্তর থেকে দক্ষিনে

।। প্রথম কলকাতা ।।

Weather update: ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ কাটতে না কাটতেই বাড়ছে শীতের কাঁপুনি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। শীতের আমেজ বাড়ছে রাজ্য জুড়ে। গত কয়েকদিন আগেও যে ঠান্ডা উধাও হয়ে গিয়েছিল হঠাৎ করে এসেছে সেই ঠান্ডার অনুভূতি।

শনিবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। জেলা জেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

বলা যেতে পারে শীত এসেছে জমিয়ে ঠান্ডা পড়ছে। উত্তরে হাওয়া বইছে। আগামী তিন দিন রাজ্যে শীতের আমেজ পুরো দমে থাকবে। জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমেছে। আগামী কয়েক দিন শীতের এই ধারাবাহিকতা বজায় থাকবে। বাধা ছাড়াই উত্তরের হাওয়া বইছে আর সেই কারণেই চড়চড় করে নামছে তাপমাত্রা।

রবিবার কলকাতা (Kolkata)এবং তার আশেপাশের অঞ্চলে ভোরের আকাশ হালকা কুয়াশাচ্ছন্ন থাকলেও দিনের আকাশ রৌদ্র উজ্জ্বল থাকবে। সঙ্গে বইবে উত্তরের হাওয়া । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করবে। তবে শীতের এই ইনিংস দীর্ঘায়িত নয় জানাচ্ছেন আবহাওয়াবিদদরা। মঙ্গলবার পর্যন্ত এমন ঠান্ডার আমেজ বজায় থাকবে তারপর থেকে পারদ সামান্য চড়বে।

কলকাতায় ১৫ই ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শীত থাকে। এদিক থেকে শীত (Winter) তার নির্দিষ্ট সময় কলকাতায় এসেছে। শীত।তার দাপট দেখাচ্ছে। উত্তরবঙ্গের শুক্রবার ভোর থেকেই তাপমাত্রা ২ ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছে‌। দার্জিলিং ও কালিম্পংয়ে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার অন্যদিকে শ্রীনগরের তুষারপাতের প্রভাব পড়ছে বঙ্গে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version