Jagdeep Dhankhar: ধনখড়কে সংসদ চত্বরে নকল কল্যাণের! উপরাষ্ট্রপতিকে ফোন মোদীর, কী কথা হল?

।। প্রথম কলকাতা ।।

Jagdeep Dhankhar: রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের নকল করা নিয়ে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় পত্রিকার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জগদীপ ধনখড়কে ফোন করেছিলেন। নিজেই সেই কথা এক্স হ্যান্ডেলে জানিয়ে ধনখড় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে ফোন পেয়েছি। যে ভাবে অঙ্গভঙ্গি করে একজন সাংসদ উপরাষ্ট্রপতিতে নকল করেছেন ও বাকি সাংসদরা যে ভাবে তাতে প্রশয় দিয়েছেন তাতে মর্মাহত প্রধানমন্ত্রীও। ঘটনায় সমব্যথী প্রধানমন্ত্রী। আমায় উনি বললেন বিগত ২০ বছর উনিও এধরনের অপমান সহ্য করেছেন। তবে সংসদ চত্বরে এধরনের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। দেশের উপরাষ্ট্রপতিকে সংসদ চত্বরে এই অপমান দুর্ভাগ্যজনক বলেছেন প্রধানমন্ত্রী।’

প্রসঙ্গত, গতকাল সংসদের বাইরে গান্ধীমূর্তির কাছে সাসপেন্ড হওয়া সাংদরা ধর্না দিচ্ছিলেন। অভিযোগ সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করে দেখান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা দেখে কার্যত হেসে লুটোপুটি খেতে থাকেন বিভিন্ন দলের সাংসদেরা। দেখা যায় পকেট থেকে মোবাইল ফোন বার করে কল্যাণের ভিডিয়ো তুলতে থাকেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এই ভিডিয়ো খোদ জগদীপ ধনখড়ের নজরে গিয়েছে। এরপরই রাজ্যসভার অন্দরে এই ঘটনার কড়া সমালোচনা করেছিলেন তিনি। এই ঘটনার পর রাজ্যসভায় উপস্থিত বিরোধী সাংসদদের উদ্দেশে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছিলেন, “নীচে নামার একটা সীমা থাকে। এক দলের সদস্য রাজ্যসভার চেয়ারম্যানের নকল করছেন। অন্য এক দলের এক সিনিয়র সদস্য তার ভিডিয়ো রেকর্ড করছেন। এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version