Homemade Face Packs: ঘরোয়া উপকরণের ফেস প্যাকেই ফিরবে ত্বকের জেল্লা, জেনে নিন পদ্ধতি

।। প্রথম কলকাতা।।

Homemade Face Packs: শীতকাল মানেই জেল্লাহীন শুষ্ক ত্বক। এই ত্বকে প্রাণ ফিরিয়ে আনার জন্য বরাবর আস্থা রাখা হয় রাসায়নিক মিশ্রিত বিভিন্ন প্রসাধনীর উপরে । তবে অনেক হয়েছে এই রাসায়নিক প্রসাধনী ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া । এবার বরং ভরসা রাখা যাক কিছু ঘরোয়া উপাদানের ওপরে। আপনার রান্নাঘরে থাকা বেশ কিছু উপাদান শীতে শুষ্কতার ( Dryness) হাত থেকে আপনার ত্বককে খুব ভালোভাবে রক্ষা করতে পারে। ফিরিয়ে দিতে পারে কোমলতা। তাই চটজলদি জেনে নিন কীভাবে ঘরে সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন ফেসপ্যাক ( Homemade Face pack) ।

* প্রত্যেকের বাড়িতে অল্প বিস্তর ফল এসে থাকে। সেই ফল দিয়ে ফ্রুট প্যাক তৈরি করে নিতে পারলে তা সব থেকে ভালো হয়। কারণ এই উপকরণটি সবথেকে বেশি সহজলভ্য । যদি বাড়িতে পাকা পেঁপে ( Papaya) থাকে এবং হাতে ফেসপ্যাক তৈরি করার মত সময় না থাকে তাহলে আপনি সরাসরি পেঁপের পাল্প বের করে মুখে মেখে নিতে পারেন। কিছুক্ষণ সেটি মুখে রাখার পর হালকা হাতে ঘষে মুখ ধুয়ে ফেলুন । এতে মুখের মধ্যে থাকা যে মৃত কোষগুলি রয়েছে সেগুলি ঝরে যাবে এবং ত্বক বেশ খানিকটা নরম হয়ে যাবে।

* মুলতানি মাটি ( Multani Soil) প্রায় প্রত্যেকটি মেয়ের কাছেই থাকে । আর যদি না থেকে থাকে তবে বাজারে অল্প কিছু টাকার বিনিময়ে এই মুলতানি মাটি কিনে নেওয়া যায়। যাদের ব্রণ সহ অয়েলি স্কিনের সমস্যা রয়েছে তাঁরা হাফ চা চামচ মধু নিন। একটা ডিমের সাদা অংশ এবং এক চামচ টক দই ও কিছুটা মুলতানি মাটি নিয়ে থকথকে পেস্ট তৈরি করে নিন। আর তারপর সারা মুখে লাগিয়ে অপেক্ষা করুন মিনিট ২০ । এরপর মুখ ধুয়ে ফেললেই ত্বকের জেল্লা স্পষ্ট দেখতে পাবেন আপনি।

* এছাড়াও ডিমের কুসুম, এক চা চামচ শুকনো গুঁড়ো দুধ, হাফ চামচ মধু এই তিনটি উপকরণ মিশিয়ে সারা মুখে মাখলে ত্বক কোমল থাকে। এক্ষেত্রেও কুড়ি মিনিট মতো রেখে জল দিয়ে ধুয়ে ফেললেই যথেষ্ট।

* শীতকালে বাড়িতে গাজর ( Carrot) আসে না এমন খুব কমই দেখতে পাওয়া যায় এই সময় বাজারে গাজরের চাহিদাও থাকে বেশ বেশি। তাই বাড়িতে থাকা একটি গাজর একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিন। আর তারপর সেগুলি নিন চাইলে মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারেন। ওই যে গাজরের পেস্টটি তৈরি হল সেটি ত্বকের ওপরে যত্ন করে লাগিয়ে নিন । মিনিট কুড়ি মত রাখুন আর তারপর মুখটি জল দিয়ে ধুয়ে নিন । এই গাজরের মধ্যে থাকা ভিটামিন এ আপনার ত্বককে শীতের শুষ্কতার হাত থেকে রক্ষা করবে।

আজ থেকে ৩০ বছর আগেও যদি যাওয়া যেত তাহলে দেখা যেত সেই সময় মহিলাদের রূপচর্চার জন্য রাসায়নিক মেশানো প্রসাধনীর এত রমরমা ছিল না। তাঁরা ঘরোয়া উপাদান দিয়েই নিজেদের যত্নে নিজেদের প্রয়োজন মত জিনিস তৈরি করে নিতে পারতেন তাই মা- ঠাকুমাদের সেই টোটকা একেবারেই যে কাজে আসবে না এমনটা বলা যায় না । যেহেতু প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি উপকরণই একেবারে ঘরোয়া তাই এই গুলি ব্যবহার করার পর কিছুটা সময় দিতে হবে আপনাকে। ধরতে হবে ধৈর্য । তাহলেই ফল মিলবে। আর ত্বকেরও কোনো রকম ক্ষতিও হবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version