Weather update: মাঘেও ঘূর্ণাবর্তের চোখরাঙানি, আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

।। প্রথম কলকাতা ।।

Weather update: সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা আকাশ। নতুন বছরের শুরুতে ঝোড়ো ইনিংস খেললেও জানুয়ারি মাসের মাঝামাঝি এসে শীতের (Winter) ব্যাটে আর রান নেই। রাজ্য থেকে কার্যত উধাও শীত তার উপর ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। বুধবারের পর বৃহস্পতিবারেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২৪ ঘন্টার ৫ জেলায় হালকা বৃষ্টি (Rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকা, দক্ষিণবঙ্গের উপকূলে জেলাগুলি জামাল পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা তে হালকা বৃষ্টি হবে। ঝেপে বৃষ্টি নামতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। শীতের দুপুরে মিঠে রোদ গায়ে মাখাতে দুর অস্ত অফিস ফেরতা যাত্রীরা ভিজতে পারেন অকাল বৃষ্টিতে।

কলকাতায় সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হবে। তবে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে না বললেই চলে। মেঘলা আকাশের জন্য শীতের আমেজ বজায় থাকবে। এদিন সকাল করে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। একবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৩ শতাংশ।

বঙ্গোপসাগরে উচ্চ বলয় এবং বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।এর জেরে সাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে। ফলে পশ্চিমের দিকের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version