Voter-Aadhaar: বাড়ল ভোটার-আধার সংযুক্তিকরণের সময়সীমা, কীভাবে করবেন দেখুন

।। প্রথম কলকাতা ।।

Voter-Aadhaar: আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে ভোটার আইডি (Voter ID) লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত সময়সীমা বাড়াল কেন্দ্র। সময়সীমা বাড়ানোর বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইন ও বিচার মন্ত্রক। এর আগে, আধারের সঙ্গে ভোটার লিঙ্ক করার শেষ দিন ছিল ১ এপ্রিল ২০২৩। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার (ECI) জানায়, এর মূল উদ্দেশ্য হল ভোটারদের পরিচয় সুনির্দিষ্ট করা এবং ভোটার তালিকায় এন্ট্রিগুলিকে প্রমাণীকরণ করা। এই কারণেই দেশজুড়ে নাগরিকদের আধার ও ভোটার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী সংশোধনী আইন ২০২১ অনুযায়ী, নির্বাচন কমিশন ভোটারদের আধার নম্বর সংগ্রহ করা শুরু করেছে। এর জন্য কমিশনের তরফে একটি অভিযানও শুরু করা হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, “লিঙ্কিং প্রক্রিয়া প্রকৃতিগতভাবে বাধ্যতামূলক নয় তবে একের বেশি নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার একই ব্যক্তির নাম নিবন্ধন সনাক্তকরণে সহায়তা করবে।” ২০২১ সালের ডিসেম্বরে লোকসভায় নির্বাচনী আইন (সংশোধন) বিল পাস হওয়ার পরে ভোটার আইডিগুলির সাথে আধার লিঙ্ক করার অনুমোদন দেওয়া হয়েছিল।

ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালের হোমপেজে গিয়ে ‘Search in Electoral Roll’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে ব্যক্তিগত বিবরণ এবং আধার নম্বর দিতে হবে। আধার নম্বর দেওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি মারফত যাচাইকরণের পর আধার ও ভোটার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version