Army Day: ‘প্রত্যেক ভারতীয় আমাদের সৈন্যদের কাছে কৃতজ্ঞ থাকবে’, সেনা দিবসে মোদী-রাজনাথের শুভেচ্ছা

।। প্রথম কলকাতা ।।

Army Day: আজ, ১৫ জানুয়ারি। প্রতিবছর এই দিনে ‘সেনা দিবস’ (Army Day) পালন করে গোটা দেশ। এই উপলক্ষে রবিবার সেনা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্যুইটারে তিনি বলেন, ‘সেনা দিবসে আমি সমস্ত সেনা কর্মী, প্রবীণ সৈনিক এবং তাঁদের পরিবারকে আমার শুভেচ্ছা জানাই। প্রতিটি ভারতীয় আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত এবং সর্বদা আমাদের সৈন্যদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তাঁরা সর্বদা আমাদের জাতিকে রক্ষা করেছেন এবং সংকটের সময়ে তাঁরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন। যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে’।

সেনা কর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Draupadi Murmu)। রাষ্ট্রপতি ভবন থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘সেনা দিবসে, আসুন আমরা ভারতীয় সেনা সৈন্যদের আত্মত্যাগের অগণিত গল্প স্মরণ করি! তাঁরা সর্বদা দুর্যোগের সময় ত্রাণকর্তা হিসেবে কাজ করেছে। এই উপলক্ষে আমি ভারতীয় সেনাবাহিনীর সমস্ত সাহসী সৈনিক এবং তাঁদের পরিবারকে অভিবাদন জানাই’। ৭৫তম সেনা দিবস উপলক্ষে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ভারতীয় সেনাবাহিনীর সমস্ত পদমর্যাদার সেনাদের এবং তাঁদের পরিবারকে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় সেনারা যেমন দেশের জন্য নিজেদের উৎসর্গ করেন, তেমনই তাঁদের পরিবারের ত্যাগও কোনও অংশে কম নয়।

সেনা দিবস উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ট্যুইট করে লেখেন, ‘সারা দেশ সেনাদের অদম্য সাহস, বীরত্ব, ত্যাগ ও সেবাকে স্যালুট করে। ভারতকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টায় আমরা গর্বিত’। ১৯৪৯-এর আজকের দিনে ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারিয়াপ্পা দেশের প্রথম সেনাপ্রধান, আর তার পর থেকেই ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়ে আসছে। তার পর থেকে এই প্রথমবার দিল্লির বাইরে অনুষ্ঠিত হবে সেনা দিবসটি। ‘সাউদার্ন কম্যান্ড’ আর্মি ডে প্যারেডের আয়োজন করতে চলেছে এইবার। প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, প্রদান করা হবে বীরত্ব পুরস্কার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version