একটা নুড শেড দিয়ে হরেক ডার্ক কালারের লিপস্টিক! কীভাবে সম্ভব?

।। প্রথম কলকাতা ।।

একটা নুড লিপস্টিক থাকলেই ডার্ক শেড আর কিনতে হবে না। একটা শেড দিয়েই কত কালারের ডার্ক লিপস্টিক হতে পারে জানেন? ব্রাইডাল মেকআপের সময়ও অনেক মেকআপ আর্টিস্টরা সমস্যায় পড়েন। ক্লাইন্টরা এমন একটা ডার্ক শেড পছন্দ করে যেটা হয়তো আপনার কাছে নেই। তখন কি করবেন? নুড শেড দিয়েই এইভাবে বানাতে পারেন ডার্ক কালারের লিপস্টিক। জেনেনিন সেই উপায়। আপনার কাছে এই মুহূর্তে ডার্ক কালারের লিপস্টিক নেই? নুড লিপস্টিক রয়েছে। কিন্তু ঠিক মানাচ্ছে না পোশাকের সাথে? একটাও ডার্ক কালারের লিপস্টিক আপনাকে কিনতে হবে না। ওই একটা নুড লিপস্টিক দিয়েই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কীভাবে?

প্রথমে যে নুড শেডটা রয়েছে সেই লিপস্টিক একটু নিয়ে নিতে হবে প্যালেটে। আগে দেখে নেবেন আপনার ক্লায়েন্ট
কোন ডার্ক শেড চাইছেন? বা আপনার কোন ডার্ক কালারের লিপস্টিকটা লাগবে? সেই কালার আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে নিন এবার একটা ছোট ব্রাশ নিয়ে ওই লিপস্টিকের সাথে ভালোভাবে আইশ্যাডোটাকে মেশান। আপনার যদি ব্রাউন শেড পছন্দ হয় তাহলে নুড লিপস্টিক-র সাথে ব্রাউন আইশ্যাডো মেশাবেন। আপনার যদি মেরুন লিপস্টিক পছন্দ হয় তাহলে মেরুন আইশ্যাডো যোগ করুন। এরপর তুলি দিয়ে ভালোভাবে মিক্সড করুন।

আপনি যত বেশি ডার্ক কালার চাইবেন তত বেশি পরিমাণে আইশ্যাডো মেশাতে হবে। বিয়ে মানেই একটা লম্বা সময়ের ব্যাপার। লিপস্টিকটা যাতে বেশি সময় থাকে সেটা অবশ্যই প্রয়োজন। তাও করা যাবে এই উপায়ে আইশ্যাডো প্যালেট থেকে যে কালারের লিপস্টিক করতে চাইছেন সেই কালারটা নিয়ে সোজা ঠোঁটে লাগান। হ্যাঁ আইশ্যাডোটা ব্রাশ দিয়ে ঠোটে লিপস্টিকের ওপর লাগাতে থাকুন। এতে যেমন ঠোঁট আরো বেশি ডার্ক দেখাবে ঠিক তেমনভাবে লিপস্টিক লং লাস্টিং হবে। আর একদম পারফেক্ট ম্যাট ফিনিশ আসবে।

লিপস্টিক নিয়ে আমাদের প্রায়ই ঝামেলায় পড়তে হয়। প্রচুর সেডের লিপস্টিক হয় এখন। তার জন্য পকেট থেকে বেশি মোটা টাকা খসেও যায়। এখন থেকে আর চিন্তা নেই। একটা নুড শেডের লিপস্টিক আর আইশ্যাডো প্যালেট দিয়েই কেল্লাফতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version