Narendra Modi in Shillong: ‘দেশের প্রতিটি কোণে বলছে পদ্ম ফুটবে’, শিলংয়ে রোড-শো মোদীর

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi in Shillong: পাখির চোখ বিধানসভা নির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট মেঘালয়ে‌ (Meghalaya Election 2023)। আর তার ঠিক দু’দিন আগেই সেখানে শোনা গেল মোদী মোদী‌ রব। শিলংয়ে (Shillong) রোড শো করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন নমো (PM Modi)। চলতি বছর ৬০ আসনের মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার ভোটের আগে নির্বাচনী প্রচারে এসে বিরোধী রাজনৈতিক দলের না পারাগুলোকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

ANI-এর পক্ষ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর রোড শোয়ে জনতার ঢল নজরে এসেছে। চারিদিকে শুধু শয় শয় মাথা আর মাঝখান দিয়ে যাচ্ছে মোদীর কনভয়। জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছে তাঁকে। কড়া নিরাপত্তার মাঝে হুড খোলা গাড়ির মধ্যে দিয়ে রোড শো করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। আর তাঁকে দেখছ মানুষের যে উল্লাস নজরে পড়েছে, তাতে মনে হচ্ছে মেঘালয়ে পদ্ম ফুটতে পারে। এদিন শিলংয়ে জনসভায় তিনি বলেছেন, ‘দেশের মানুষ সকলকে উপযুক্ত জবাব দেবে। তাঁরা পদ্ম ফোটাবেই’।

‘আজ তক বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘দেশের প্রতিটি কোণে বলছে, মোদী তোমার পদ্ম ফুটবে। মেঘালয় এমন সরকার চায়, যেখানে মানুষ প্রথম পরিবার পরে’। তাঁর কথায়, দেশের সাফল্যের পেছনে মেঘালয়ের অবদান রয়েছে। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের (BJP) উন্নয়নমূলক কাজের কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিগত এই কয়েক বছরে উত্তর-পূর্বে ইতিবাচক পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। তিনি বিশ্বাসের সহিত জানিয়েছেন, মেঘালয়ের মানুষ গেরুয়া শিবিরকেই চায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version