Fish therapy benefits: ইচোথেরাপির নাম শুনেছেন কখনও? মাছ আপনার রোগ সারাতে পারে

।। প্রথম কলকাতা। ।

Fish therapy benefits: ডাক্তার মাছ আপনার রোগ সারিয়ে দেবে।৪০০ বছরের পুরনো থেরাপিতেই (Fish therapy) ম্যাজিক রয়েছে।ইচোথেরাপির নাম শুনেছেন কখনও? সেটা আবার কী!মাছ আপনার রোগ সারাতে পারে কীভাবে?চাইলে আপনিও করতে পারেন!

কতগুলো ছোট মাছ! তাদের ওষুধের মতন গুণ (Fish therapy)! মাছ দিয়ে কীভাবে হয় এই থেরাপি অ্যাকোয়ারিয়ামের (Aquarium) মধ্যে ছোট ছোট মাছ (Fish)।আপনাকে তাতে পা ডুবিয়ে বসতে হবে আর আপনার পা জলে রাখা মাত্র ঝেঁকে ধরবে কয়েকশো মাছ। প্রথম দেখে ভয় লাগতে পারে একটু।কিন্তু তারা আপনার পায়ের মাংসও খাবে না, রক্তও খাবে না কুটকুটিয়ে কামড় দেবে আঙুল, পায়ের পাতা, গোড়ালিতে!
এটাই জনপ্রিয় ফিশ পেডিকিওর (Fish pedicure)! ৪০০ বছর আগের থেরাপি এখনও সমানতালে চলছে। এই ছোট মাছগুলির মধ্যে কী গুণ রয়েছে?মাছগুলোর নাম গারা রুফা। এদেশে তাদের বাস নয়। মধ্য তুরস্কের (Turkey) সিবাস প্রদেশের হট স্প্রিংয়েই এদের বাস।
এই ছোট মাছগুলির যে এত গুণ তা জানা যায় হঠাৎ।
এদেশে অনেকেই ফিশথেরাপি বলে জানলেও, মাছের সাহায্যে রোগ সারিয়ে তোলাকে আসলে বলা হয় ইচোথেরাপি! যার মানে মাছের সাহায্যে ক্ষত পরিষ্কার করে সারিয়ে তোলা। মধ্য তুরস্কের এই মাছ এখন অনান্য দেশেও।

বিভিন্ন স্পা পার্লারেই (Spa Parlour) ফিশ পেডিকিওরের খোঁজ পাবেন পার্লারে ফিশ পন্ড তৈরি করেই মাছগুলোকে ছাড়া হয় জানা গিয়েছে, ইচোথেরাপির মাধ্যমে অনেকেরই সোরেসিস সম্পূর্ণ সারিয়ে ফেলা সম্ভব হয়েছে। এমনকী ব্যাক্টেরিয়াল ইনফেকশন (Bacterial Infection) সারাতে খুবই উপকারী ফিশ থেরাপি। এভাবেই পা ফাটা, কড়া, একজিমা সারিয়ে তুলছেন অনেকেই।পায়ের মরা চামড়া খেয়ে মাছগুলো সারিয়ে তোলে নানা রোগ। পায়ে রক্ত সঞ্চালন ভাল হওয়ার ফলে কেটে যায় স্ট্রেস (Stress)।ম্যাসাজ, প্যাক কোনও কিছুরই দরকার পড়ে না এই ফিশ পেডিকিওরে (Fish pedicure)। শুধু জলের মধ্যে পা ডুবিয়ে বসতে হবে আপনাকে পা ডুবিয়ে বসা মাত্রই আপনার পা ঘিরে ধরে ওই ছোট্ট ছোট্ট মাছগুলো। এই মাছগুলো আপনার পায়ের মরা চামড়া খেয়ে ফেলে। এতে পা অনেক বেশি নরম হয়ে যায় ব্যাথাও লাগবে না।বরং আরামে চোখ বুজে আসবে।

ফিশথেরাপি (Fish therapy) শুরু হয়েছিল কীভাবে?শোনা যায়,৪০০ বছর আগে মধ্য তুরস্কের এক হট স্প্রিংয়ে পড়ে গিয়েছিলেন এক ক্লান্ত মেষপালক। হাজারটা ছোট ছোট মাছ তখন তাঁকে ঘিরে ধরে।হঠাত্ই তিনি দেখেন মাছগুলি তার গায়ের মরা চামড়া খেয়ে ফেলছেএতেই সেরে যায় তাঁর সব ক্ষত।

তবে একটা বিষয় খেয়াল রাখতেই হবে। যেখানে ফিশ থেরাপি হচ্ছে সেখানে জল পাল্টানো হচ্ছে কিনা! ফিস থেরাপিতে মাঝেমধ্যে জল বদলাতে হয়। অনেক দিনের জমা জল থেকে না হলে সংক্রমণের আশঙ্কা থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version