Weather Update: সোমবারও কাটছে না দুর্যোগ, ঝড় বৃষ্টির তুমুল সম্ভাবনা! কবে পরিষ্কার হবে আকাশ?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: সোমবার (Monday) দুর্যোগের আশঙ্কা, বৃষ্টি থেকে নিস্তার নেই। কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও শিলা বৃষ্টি। আগামী ২-৩ দিন বৃষ্টি চলবে। রাজ্যে সব জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতায় (Kolkata) ২২শে মার্চ পর্যন্ত এমন আবহাওয়া (Weather) থাকবে, ২৩শে মার্চ থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতসহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। একটু বেশি বৃষ্টিপাতে ভিজবে মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর এবং পূর্ব বর্ধমান। বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা প্রভৃতি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

সোমবার সকালে আকাশে একটু রোদ দেখা দিলেও কয়েক ঘন্টা পরেই আবার আকাশের মুখ ভার হয়ে যায়, শুরু হয় বৃষ্টি। সোমবার বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারির মধ্যে থাকবে। কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিসের তরফ থেকে বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে ২২ তারিখ থেকে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ২৩ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কয়েক গত কয়েকদিন ধরেই বঙ্গবাসীকে ভ্যাপসা গরমের মধ্যে দিন কাটাতে হচ্ছিল। বৃষ্টিতে স্বস্তি মিললেও প্রতিদিনের দৈনন্দিন কাজে বেশ ঝামেলা বাঁধিয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গেও ২২ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে ২৪ থেকে ২৫শে মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস বলছে, সোমবার উত্তর-পশ্চিম, পূর্ব ভারতে বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তর-পূর্ব রাজ্যগুলিতে ২১ শে মার্চ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রায় ৮) শতাংশ। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৮ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তিশগড়, ঝাড়খন্ড, উড়িষ্যা, উত্তর উপকূলীয় অন্ধপ্রদেশের কিছু অংশ আর উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তুষারপাত ও বৃষ্টি হতে পারে পশ্চিম হিমালয়ের কিছু অঞ্চলে। বৃষ্টিপাতের কারণে দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version