Health Insurance: ২৪ ঘন্টা হাসপাতালে ভর্তি না থাকলেও মিলবে স্বাস্থ্য বিমার টাকা! নির্দেশ ক্রেতা সুরক্ষা আদালতের

।। প্রথম কলকাতা ।।

Health Insurance: স্বাস্থ্য বিমার (Health Insurance) টাকা পেতে গেলে আর হাসপাতালে (Hospital) ভর্তি হতে হবে না। এই নিয়ম আর বাধ্যতামূলক নয়। এমনটাই জানিয়ে দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। এটি একটি গুরুত্বপূর্ণ রায়। এক্ষেত্রে উপকৃত হবে বহু সাধারণ মানুষ। যদি এটি গোটা দেশ জুড়ে কার্যকর হত তাহলে হয়তো দ্বিগুণ খুশি হতো আমজনতা। স্বাস্থ্য বিমার টাকার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে গুজরাটের ভদোদারার (Vadodara) ক্রেতা সুরক্ষা আদালত।

গুজরাটের এই আদালত রামচন্দ্র যোশী নামক এক ব্যক্তির আবেদন যাচাই করে তাকে মেডিক্লেম বাবদ প্রায় ৪৪ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও বিমা সংস্থা বারংবার দাবি করেছিল, ওই সংস্থার শর্ত পূরণ করেননি রামচন্দ্র যোশী। তাই তাকে মেডিক্লেমের টাকা দেওয়া হয়নি। সেই যুক্তি ধোপে টিকল না। আদালত বিমা সংস্থার দাবি খারিজ করে দিয়েছে, রায় গিয়েছে মামলাকারীর দিকে।

স্বাস্থ্য বিমা পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বিমা পেতে গেলে অন্তত ২৪ ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতে হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে, তবে অধিকাংশ বিমা সংস্থা একই নিয়ম মেনে চলে। যদি রোগী হাসপাতালে ভর্তি না হন কিংবা ২৪ ঘন্টার মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান সেক্ষেত্রে স্বাস্থ্য বিমার টাকা পাওয়া যায় না। বিষয়টি খেয়াল করে গুজরাটের ক্রেতা সুরক্ষা আদালত। আদালত যুক্তি দিয়েছে, বর্তমানে চিকিৎসা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। সেক্ষেত্রে অসুস্থ রোগীর চিকিৎসা শুরু করে তাকে সুস্থ করে বাড়ি ফেরাতে ২৪ ঘন্টারও কম সময় লাগতে পারে। রোগ ভেদে চিকিৎসার সময়ের পার্থক্য রয়েছে। দ্রুত আধুনিক প্রযুক্তির ব্যবহার করে অস্ত্রোপচার করা সম্ভব।

আদালতের বক্তব্য অনুযায়ী, ২৪ ঘন্টার মধ্যে বহু রোগী আছেন যারা অস্ত্রোপচার করে বাড়ি ফিরে যাচ্ছেন। প্রচুর টাকা খরচ হচ্ছে, অথচ বিমা নিয়ম অনুযায়ী টাকা পাচ্ছেন না। গুজরাটের ক্রেতা সুরক্ষা আদালতের নির্দেশ অনুযায়ী, কোন রোগী যদি হাসপাতালে ২৪ ঘন্টার কম সময়ে ভর্তি থাকেন কিংবা হাসপাতালে ভর্তি না হন সেক্ষেত্রেও বিমা সংস্থাকে মেডিক্লেমের টাকা দিতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version