Weather update: জেলায় জেলায় শীত পড়লেও কলকাতা কাঁপবে কবে? জানাল হাওয়া অফিস

।। প্রথম কলকাতা ।।

Weather update: বঙ্গে শীতের প্রবেশ ঘটেছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলার মানুষ শীত পড়ে গিয়েছে বলে আনন্দ করছেন। কলকাতার মানুষকে অবশ্য সেক্ষেত্রে অপেক্ষার দিন গুনতে হবে। হাওয়া অফিস বলছে বর্ষার আগমনের নির্দিষ্ট দিন রয়েছে। কিন্তু শীতের ক্ষেত্রে পুরোটাই স্থানভিত্তিক।

কলকাতার ক্ষেত্রে ১৫ ডিগ্রির নিচে পারদ পৌছলে এবং তা থিতু হলে শীত পড়েছে বলা যায়। সাধারণত কলকাতায় এখন ভোর বা রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। যখন সকাল হয় তখন শীতের ভাবটা চলে যায়। যদি দেখা যায় গরম জামাকাপড় দিনের বেলা রাখতে হচ্ছে তাহলেই শীত পড়েছে বলা যায়। জেলায় সেই পরিস্থিতি তৈরি হয়ে গেল কলকাতায় এই অবস্থা তৈরি হতে ডিসেম্বরের ১৫ তারিখ হয়ে যাবে।

সাধারণত কলকাতায় শীত ১৫ই ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ বা তারপরে দুই সপ্তাহ চলে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণ বঙ্গ উত্তরবঙ্গে কোনো বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। খ শুধু মাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। গত দুই থেকে তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী পাঁচ দিন এরকমই থাকবে আবহাওয়া।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version