Eric Garcetti: ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি, কমলা হ্যারিসের কাছে নিলেন শপথ

।। প্রথম কলকাতা ।।

Eric Garcetti: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador) হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র এরিক গারসেটি (Eric Garcetti)। শুক্রবার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) সামনে শপথ নেন তিনি। গত দু’বছর ধরে পদটি ফাঁকা পড়েছিল। শুরুর থেকেই ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এরিক গারসেটিকে পছন্দ প্রেসিডেন্ট জো বাইডেনের। তাই স্বাভাবিক ভাবেই এই পদে তাঁর মনোনীত হওয়ার পর বেশ খুশি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে গারসেটির মেয়ে মায়া হিব্রু বাইবেল ধারণ করেন। অনুষ্ঠানে স্ত্রী অ্যামি ওয়েকল্যান্ড, বাবা গিল গারসেটি, মা সুকে গারসেটি এবং শাশুড়ি ডি ওয়াকল্যান্ড সহ তার ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।গারসেটিকে যখন তার নতুন কূটনৈতিক দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, “আমি সেবা করার জন্য অপেক্ষা করতে পারি না।”

২০২১ সালের জুলাই মাসে রাষ্ট্রপতি জো বাইডেন গারসেটিকে মনোনীত করেছিলেন। তখন থেকে গারসেটির মনোনয়ন মার্কিন কংগ্রেসের সামনে মুলতুবি ছিল। সেই সময় ইহুদি ধর্মাবলম্বী ৫২ বছরের এরিকের বিরুদ্ধে বেশ কয়েকটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠায় তাঁর নিযুক্তি স্থগিত হয়ে যায়। প্রায় ২ বছর পদটি খালি থাকার পর মার্কিন সেনেট ৫২-৪২ ভোটে বাইডেন ঘনিষ্ঠের নিযুক্তি নিশ্চিত করে।

প্রসঙ্গত, কেনেথ জাস্টার ছিলেন ভারতে শেষ রাষ্ট্রদূত। ২০২১ সালে আমেরিকায় সরকার পরবির্তনের পর, রাষ্ট্রদূতের পদ থেকে পদত্যাগ করেছিলেন। ভারতে রাষ্ট্রদূত নির্বাচিত হওয়ার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র। এক টুইট বার্তায় তিনি বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত হিসেবে নিজের কর্তব্য পালনের আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে দুই দেশের সম্পর্কের উন্নতির দিকটি নজরে রাখবেন বলেও জানিয়েছেন বাইডেন ঘনিষ্ট রাষ্ট্রদূত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version