।। প্রথম কলকাতা ।।
Air India: কালিকট (Calicut) গামী বিমানের ইঞ্জিনে হঠাৎ করে দেখা গেল আগুন। অবশেষে উড়ান আবু ধাবিতে (Abu Dhabi) ফিরে এল। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার বিমানে। শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান আবুধাবি থেকে সিডিউল অনুযায়ী কালিকটের দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে মাঝ আকাশে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বার হতে শুরু করে। বিমান চালক দেরি না করে দ্রুত বিমানটিকে জরুরি অবস্থায় আবু ধাবিতে ফিরিয়ে আনেন। এই ঘটনায় কোন যাত্রীর ক্ষতি হয়নি, প্রত্যেকেই নিরাপদে বিমানবন্দরে নেমেছেন। বিমানটিতে যাত্রী সংখ্যা ছিল প্রায় ১৮৪ জন।
‘আনন্দবাজার পত্রিকা অনলাইন’ এ প্রকাশিত তথ্য অনুযায়ী, বিমানে এই ধরনের গোলমাল একেবারেই নতুন নয়। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশীয় সংস্থার বিমানগুলিতে এই ধরনের প্রযুক্তি গোলমাল হয়েছে প্রায় ৫৪৬ বার। যার মধ্যে শুধুমাত্র এয়ার ইন্ডিয়া বিমানে প্রযুক্তিগত গোলযোগ দেখা দিয়েছে প্রায় ৬৪ বার।
ফেব্রুয়ারি ৩ তারিখে ‘বোয়িং ৭৩৭-৮০০’ নামক উড়ানের ইঞ্জিনে আগুন লাগার পর পুনরায় আবুধাবিতে ফিরিয়ে আনা হয়েছে। বিমানটি যখন প্রায় হাজার ফিট উচ্চতায় উঠেছিল, তখনই বিমানের এক নম্বর ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। তাই জরুরি অবতরণ করানো হয়। এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান সংস্থার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মূলত যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ঠিক এমন ভাবেই যান্ত্রিক গোলযোগের কারণে ত্রিবান্দ্রম বিমানবন্দরে ফিরে এসেছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম