Solar Tree In kolkata: তিলোত্তমায় কমবে বিদ্যুৎ খরচ, শহর জুড়ে বসবে পরিবেশবান্ধব সোলার ট্রি

।। প্রথম কলকাতা ।।

Solar Tree In kolkata: শহরের আনাচে-কানাচে এবার এমন এক গাছের দেখা মিলবে যার নিচে দিনের বেলায় ছায়া পাওয়া যাবে। তেমনি বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে তখন সেই গাছের পাতাতেই জ্বলবে আলো। আসলে তা সত্যিকারের গাছ নয়। গাছের মতোই দেখতে সোলার প্যানেল । কলকাতা পুরসভার (KMC) উদ্যোগে শহরে বিদ্যুতের সাশ্রয় করতে এবং বিকল্প শক্তি ব্যবহারে আরও একধাপ এগিয়ে যাওয়ার জন্য সোলার ট্রি (Solar Tree) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এক দিকে যেমন শহরের সৌন্দর্য কয়েক গুণ বাড়বে তেমনি বিদ্যুতের খরচ কমবে বলে মনে করা হচ্ছে।

সোলার ট্রিগুলিকে দেখতে হবে ঠিক খানিকটা ব্যাঙের ছাতার মতো। এর উচ্চতা হবে চার ফুট। দিনের বেলায় তুখর রোদ থেকে ছায়া পাওয়া যাবে এর নিচে দাঁড়ালে। রাতের বেলা অন্ধকার হলেই জ্বলবে আলো। আর শীতের সময় যে সকল ধূলিকণা গুলি বাতাসে ঘুরে বেড়াই সেগুলিকে নষ্ট করে দেবে এই সোলার ট্রিতে থাকা স্প্রিংকলার । সারাদিন যদি ওই সোলার ট্রি সৌরশক্তি সঞ্চয় করে তাহলে প্রায় ৩২ ঘণ্টা পর্যন্ত টানা আলো দিতে পারবে। কলকাতা পুরসভার সূত্রে খবর, প্রথম ধাপে শহরের কুড়িটি পার্ক এবং পাড়ার রাস্তাতে প্রায় ৫০০ টি সোলার ট্রি বসানো হয়েছে। যদিও তার টেন্ডার ডাকা হয়নি, সেই কাজটাও হবে খুব দ্রুত।

এই উদ্দেশ্য নিয়েই কয়েক বছর পূর্বে কলকাতার (Kolkata) বেশ কিছু পার্কে সৌর বিদ্যুৎ (Solar Electricity) এর ব্যবহার শুরু করা হয়েছিল। ফলস্বরূপ সেখানে বিদ্যুতের খরচ অনেকটাই কমে এসেছে । আর এবার শহর জুড়ে এই ধরনের সোলার ট্রিগুলির মাধ্যমে বিদ্যুৎ খরচ ও পরিবেশ রক্ষার স্বার্থে বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছে পুর ও নগর উন্নয়ন দফতর। জানা যায় বর্তমানে পুনে-বেঙ্গালুরু প্রভৃতি জায়গায় সোলার ট্রির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ সূর্যের আলোকে কাজে লাগিয়ে এক প্রকার বিনা খরচে রাতের অন্ধকারে আলো পাওয়া যাচ্ছে। বিদ্যুতের বদলে বিকল্প শক্তির এই ব্যবহারকে গ্রহণ করেছে আরও অন্যান্য রাজ্য। তাই এবার গাছের মতো দেখতে এই সোলার প্যানেলের সংখ্যা শহরে বাড়ানোর প্রচেষ্টায় কলকাতা পুরসভা।

তথ্যসূত্র: এই সময় ডিজিটাল

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version