একলাফে টিকিটের দাম কমল বন্দে ভারতের! পর্যটকদের জন্য কোন উপহার দিচ্ছে রেল ?

।। প্রথম কলকাতা ।।

টিকিটের ভাড়া কমে গেল বন্দে ভারতের। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত। শখে পড়ে অনেক মধ্যবিত্তও বন্দে ভারতে চেপেছেন। মোটামুটি ১২০০ টাকা থেকে ২৫০০ টাকা ভাড়া দেওয়া সম্ভব নয়! সকলের কথা চিন্তা করে কত টাকা ভাড়া কমাল রেল? আসছে সাধারণের বন্দে ভারত পুরী-দীঘাতেও কম খরচে পৌঁছে যাবেন। কবে কোন স্টেশন থেকে ছাড়বে সমস্ত খুঁটিনাটি জেনে নিন।

এই বন্দে ভারত ট্রেনকে বাজেট ফ্রেন্ডলি করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বন্দে ভারত ট্রেনে সুযোগ সুবিধার কোনও অভাব নেই। তাই ট্রেনের টিকিটও আকাশছোঁয়া তো বটেই। তাই বন্দে ভারতের আদলে। বাজেট ফ্রেন্ডলি সেমি হাইস্পিড ট্রেন আনছে ভারতীয় রেল। বন্দে ভারত ট্রেনের সকল বগিই এসি। তাই একেকটি ট্রেন তৈরি করতে খরচ পড়েছে আনুমানিক ১০০ কোটি টাকা। তবে নতুন ট্রেনের কোচগুলি নন-এসি হবে। স্লিপার ক্লাসের আসনও থাকবে দূরপাল্লার যাত্রার জন্য তৈরি করা হচ্ছে এই নয়া ট্রেনগুলি। এসি নয় বলে একেকটি বন্দে সাধারণ ট্রেন তৈরির খরচ পড়ছে ৬৫ কোটি টাকা করে।

এসি ছাড়া আর তেমন সুযোগ সুবিধায় কাঁটছাঁট করা হয়নি। বায়ো-ভ্যাকুয়াম টয়লেট যেমন থাকবে, আপনার সিটের ঠাক পাশে মোবাইল ফোন চার্জ করার অপশনটাও থাকবে পাশাপাশি, নজর দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষাতেও। প্রতি বগিতে থাকছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই এই ট্রেনগুলির দরজাগুলিও সেন্সরের মাধ্যমে খোলা-বন্ধ করবে। এই প্রথম কোনও নন-এসি ট্রেনে অটোমেটিক দরজা এবং সিসিটিভি ক্যামেরা লাগানো হবে কিন্তু এসি না চললে জানালা সবসময় খোলা থাকবে কিনা বা বাতাস চলাচলের কী পদ্ধতি খোলা রাখা হচ্ছে তা এখনও জানা যায়নি।

একেকটি এই বন্দে সাধারণ ট্রেনে ২৪টি করে এলএইচবি কোচ এবং সামনে ও পিছনে দুটি করে লোকোমোটিভ ইঞ্জিন থাকবে। সামনে থেকে যেখানে একটি ইঞ্জিন গাড়িটিকে টেনে নিয়ে যাবে পিছনের ইঞ্জিনটি একই সময়ে পিছন থেকে ট্রেনটিকে ঠেলবে। সাধারণ ট্রেনের মতো ভাড়া হলেও গতি অনেক বেশি হবে। সাধারণ মানুষের কথা ভেবে এই ট্রেনগুলি আনা হচ্ছে বলে, শোনা যাচ্ছে এগুলির নাম হবে বন্দে সাধারণ ট্রেন।

এই ট্রেনগুলির যাত্রা শুরু এখনও দেরি আছে। তবে, তার আগে সোশ্যাল মিডিয়া ফাঁস হয়ে গিয়েছে এই ট্রেনগুলির ছবি। দেশে রেল যোগাযোগে বিপ্লব এনেছে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু সমাজের নিম্নবিত্তরা কেন বঞ্চিত থাকবেন? তাই সকলের সাধ্যের মধ্যে বন্দে ভারতে আনছে ভারতীয় রেল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version