WhatsApp New Feature: মেসেজ পাঠানোর পর করুন এডিট, চমকপ্রদ ফিচার এবার হোয়াটসঅ্যাপে

।। প্রথম কলকাতা ।।

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ এখন অন্যতম জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। ব্যক্তিগত কাজ হোক কিংবা পেশাগত কোন কাজ সব ক্ষেত্রেই যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর একের পর এক নতুন নতুন ফিচার (New feature) যোগ হয়ে চলেছে হোয়াটসঅ্যাপে। ২০২৩ সালে এবার আরও এক চমকপ্রদ ফিচার উপহার দিতে চলেছে এই মেসেজিং অ্যাপটি। যার উপরে আপাতত কাজ করছে Whatsapp টেকনিক্যাল টিম। খুব তাড়াতাড়ি নিজেদের ফোনে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন সকলেই।

অনেক সময় তাড়াহুড়োতে কাউকে মেসেজ করতে গিয়ে সামান্য বানান ভুল কিংবা তথ্য ভুল হয়ে যেতেই পারে। এমন ঘটনা ঘটলে সেই মেসেজটিকে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করে দিতে হয়। আর তারপর নতুন করে পাঠাতে হয় আবারও একটি মেসেজ। কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে আর সেই ঝঞ্ঝাট থাকবে না। হোয়াটসঅ্যাপে কোন ভুল মেসেজ চলে গেলেও হাতে পাওয়া যাবে ১৫ মিনিট সময়। তার মধ্যে পাঠিয়ে ফেলা ওই মেসেজটি এডিট (Edit ) করে নেওয়া যাবে। আর ১৫ মিনিট সময় যে এই ছোটখাটো ভুল সুধরে নেওয়ার জন্য অনেকটা তা বলার অপেক্ষা রাখে না।

তবে এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে মেসেজে এডিট করা যাবে শুধুমাত্র ভুল বানান বা কোনরকম বাক্য গত ভুলত্রুটি। চাইলে নতুন কোন শব্দ যুক্ত করতে পারেন। কিন্তু মেসেজ পাঠিয়ে দেওয়ার পর সেটার সঙ্গে কোন মিডিয়া ফাইল, ছবি কিংবা ভিডিও অ্যাটাচ করা যাবে না। এই কাজটি করতে হবে আলাদাভাবেই। প্রাথমিকভাবে যে তথ্য সামনে এসেছে তাতে জানা গিয়েছে, আপাতত আইওএস ভার্সানের জন্য এই ফিচার আপডেটের কাজ চলছে। তারপর হবে বিটা টেস্টিং এবং পরবর্তীতে Android ও ওয়েব ভার্সানের হোয়াটসঅ্যাপের জন্যও এই ফিচার চালু হতে পারে।

বর্তমানে যেহেতু হোয়াটসঅ্যাপ ভীষণ ব্যবহারকারী একটি মেসেজিং অ্যাপ তাই নিত্য নতুন এর ফিচার আপডেট করার কাজ চলছে। দিন কতক আগেই জানা গিয়েছে এখন হোয়াটসঅ্যাপে ইউজাররা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল সিডিউল করে রাখার সুযোগ পাবেন । এছাড়াও স্ট্যাটাসে আগে শুধুমাত্র ছবি ভিডিও আপলোড করা যেত। বর্তমানে ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড স্ট্যাটাসে দেওয়া যাবে। ছোটখাটো আরও একাধিক আপডেট হয়েছে হোয়াটসঅ্যাপে। তবে মেসেজ আপডেট করার ফিচারটি ব্যবহারযোগ্য হয়ে উঠলে ভীষণ সুবিধা হবে প্রত্যেক ব্যবহারকারীর জন্যই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version