ঘরে বসে সহজেই করুন ম্যানিকিয়র! হাত উজ্জ্বল হবে

।। প্রথম কলকাতা ।।

বাসন মাজতে মাজতে হাত কালো হয়ে যাচ্ছে? পয়সা খসিয়ে পার্লারে যাচ্ছেন ম্যানিকিওয়র করাতে। বিয়ের আগে হাত সুন্দর করতে চান? ম্যানিকিওয়রের জেল উল্টে বিপদ বাড়াচ্ছে না তো? নখ পচে গেলে কিন্তু বড় ভোগান্তি। পার্লারের খরচ বাঁচিয়ে এবার বাড়িতে বসেই করুন হাতে ম্যানিকিওর। কীভাবে ? জানুন সেই সহজ টিপস। হাতের নখ সুন্দর না থাকলে আপনি যতই নেলপলিশ পরুন না কেন, দেখতে ভাল লাগে না। বাড়ির কাজ করতে করতে হাতের ব্শ্রি দশা? কোনো অকেশনের আগে ম্যানিকিউর করতে ছুটছেন পার্লারে। অনেকে আবার ম্যানিকিওর কিট এনে নিজেই করেন। কিন্তু ওই একদিনের জন্য হাতের বড় ক্ষতি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে কি?

নখ শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আলফা-ক্যারোটিন প্রোটিন দিয়ে তৈরি হয় নখ। যার প্রধান কাজ নিচে থাকা ত্বককে সুরক্ষা দেওয়া জানেন? অনেক রোগের আভাস নখে ধরা পড়ে। নানা রোগে নখের রং, আকৃতি-প্রকৃতির পরিবর্তন হয় অল্প আঘাতেও বা নানা রাসায়নিক লেগেও নখের বড় ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন খুব ঘন ঘন পার্লারে ম্যানিকিউরও নখের ক্ষতির কারণ হতে পারে। ম্যানিকিউরের জেল বা অ্যাক্রিলিক থেকে অ্যালার্জি হতে পারে। বারবার ম্যানিকিউরে নখের আঘাত লাগতে পারে। নখের নিচে সাদা দাগ হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়। নখের নীচে স্তরে থাকা ত্বক যাকে নেলবেড বলা হয় এমনকি নখেরও ছাল ওঠে যেতে পারে।

পার্লারের খরচ বাঁচিয়ে এবার বাড়িতে বসেই করুন হাতে ম্যানিকিওর। আপনার রান্নাঘরেই রয়েছে ম্যানিকিউর করার সেরা উপাদানগুলি। পার্লারের রাসায়নিকের থেকে ভেষজ ও ঘরোয়া উপাদান অনেক বেশি স্বাস্থ্যকর বলে মনে করা হয়। এই সংবাদমাধ্যমে বিশেষজ্ঞরা দাবি করছেন।

প্রথমে নেল রিমুভার দিয়ে হাতের নখে নেল পলিশ তুলে ফেলুন। নেল রিমুভার ব্যবহার করলে নখের চারিপাশ শুষ্ক হয়ে যায়। কটন প্যাডস নিয়ে ফের কিছুটা রিমুভার দিয়ে নখের চারিপাশ ঘষে বাকি নেলপলিশ তুলে নিন। নখ পরিস্কার করার জন্য জলের মধ্যে হাল্কা শ্যাম্পু দিয়ে কিছুক্ষণ আঙুল ডুবিয়ে রাখুন। নেল কাটার দিয়ে আপনার পছন্দমতো নখের আকার করুন। একটি পাত্রে গরম জল নিয়ে তাতে ফেস ওয়াশ বা ক্লিনজার যোগ করুন। এরপর ওই জলে ৩ মিনিট আঙুল ডুবিয়ে রাখুন। এর জেরে নখের চারপাশে ও নখের উপরের মৃতকোষগুলি উঠে যায়।

শুধু তাই নয়। লেবুর একটি টুকরো নিয়ে হাতে ও আঙুলের চারপাশে ঘষুন। লেবুর রস ১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। তার পর ধুয়ে ফেলুন। চুল ও ত্বকের যত্নের জন্য আমন্ড তেল যে দারুণ উপকারি তা সকলেরই জানা। ম্য়ানিকিউরের জন্য এই উপকারী তেলের ম্যাসাজ অনেক বেশি কার্যকরী। ২ চা চামচ আমন্ড তেল নিয়ে তালু, আঙুলের উপর লাগিয়ে মাসাজ করুন। তাতে হাচ থাকবে নরম, উজ্জ্বল ও সুন্দর। ভারতে মধু অত্যন্ত পরিচিত ও স্বাস্থ্যকর উপাদান। যুগের পর যুগ ধরে মধুর নানাবিধ ব্যবহার হয়ে আসছে। ত্বকে প্রাকৃতিক ময়েশ্চারাইজারের জন্য মধু হল দুর্দান্ত উপকরণ। একটি পাত্রের মধ্যে ২ টেবিলস্পুন মধু আর তাতে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে পেস্ট বানান। ২০ মিনিটের জন্য লাগিয়ে ধুয়ে ফেলুন। হ্য়ান্ড ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। ময়শ্চারাইজার ব্যবহারের পর গোটা হাত ও আঙুলগুলি ১০ মিনিট ম্যাসাজ করুন। নিয়মিত মেনিকিওর করার মাধ্যেমে আপনার হাত যেমন আকর্ষণীয় হবে তেমনই স্বাস্থ্যকরও হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version