Gangasagar Mela: পুণ্যস্নানের সময় ২৪ ঘন্টা, গঙ্গাসাগর মেলার নির্ঘণ্ট বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

Gangasagar Mela: ২০২৩ সালের একেবারে প্রথম দিকে আয়োজিত হতে চলেছে গঙ্গাসাগরের মেলা (Gangasagar Mela) প্রতিবছরই সেখানে পুণ্য স্নান এবং কপিলমুনির আশ্রমে (Kapil Muni Ashram) পুজো দেওয়ার জন্য কাতারে কাতারে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বিগত দুটি বছর যদিও করোনার কারণে তেমনভাবে গঙ্গাসাগরের মেলা আয়োজন করা যায়নি কিন্তু এইবার গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে উৎসবের ক্ষেত্রে কোন রকম খামতি থাকবে না। এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী জানান, “গঙ্গাসাগর মেলার তারিখ ৮ থেকে ১৭ জানুয়ারি। মকর সংক্রান্তি অর্থাৎ যেদিন আসল পুজো হয় তার তিথি ১৫ জানুয়ারি রবিবার রাত ২: ৫৩ মিনিট। পুণ্য স্নানের সময় ১৪ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬: ৫৩ মিনিট থেকে ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬: ৫৩ মিনিট পর্যন্ত অর্থাৎ পুণ্য স্নানের সময় ২৪ ঘন্টা থাকছে”। আগামী বছরে গঙ্গাসাগরে বিপুল পুন্যার্থীদের জমায়েত হতে চলেছে । কারণ ২ বছর করোনার কারণে একাধিক বাধা নিষেধ ছিল। কিন্তু এই বছরে প্রশাসনের তরফ থেকে কোনরকম কোভিড বিধি আপাতত আরোপ করা হয়নি। তবে অবশ্যই কিছু বিধি-নিষেধ লাগু করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গঙ্গাসাগরের মেলা সংক্রান্ত বৈঠকে জানান, পুণ্যার্থীদের যাতায়াতে যাতে কোনরকম অসুবিধে সৃষ্টি না হয় তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। যেমন মেলার জন্য ২২৫০ টি সরকারি বাস এবং ৫০০টি বেসরকারি বাস চালু থাকবে। এছাড়াও ১০০ টি লঞ্চ, ৩২ টি ভেসেল এবং চারটি বার্জ সেই সময় চলাচল করবে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ২৫ টি দমকলের ইঞ্জিন এবং ১০ টি ফায়ার স্টেশন মোতায়েন করা হবে। আর তার থেকেও বড় বিষয় হল মাত্র একটি টিকিটে গঙ্গাসাগরে যাওয়া আসা করা যাবে।

২০২৩ সালের জানুয়ারি মাসে যে গঙ্গাসাগরের মেলা অনুষ্ঠিত হতে চলেছে সেটি সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি থাকবে, এমনটাই নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রায় ৩০০ জন ভলেন্টিয়ার্স নিযুক্ত করা হবে। কয়েক হাজার শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে সেখানে। এছাড়াও সাগর মেলায় নজরদারি রাখবে মেগা কন্ট্রোল রুম। অর্থাৎ সবমিলিয়ে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা যাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্য সব রকম ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version