Weather: সরস্বতী পুজোয় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত

।। প্রথম কলকাতা ।।

Weather: আজ প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতীপুজো তাই আজকের আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে জল্পনা। সেই তথ্য ইতিমধ্যে দিয়ে দিয়েছে হাওয়া অফিস।

নজিরবিহীন। সাম্প্রতিক অতীতে এই প্রথম উষ্ণতম সরস্বতী পুজোর সাক্ষী থাকছে রাজ্য‌। উত্তরে হাওয়া থমকে গিয়েছে। আপাতত শীতল উত্তরে হওয়ার প্রবেশ বন্ধ। বদলে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।

আগামী দুদিন আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আগামী ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘণ্টা একই রকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া। তারপর থেকে পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। শীতের (Winter) আমেজ ক্রমশ ফিকে হচ্ছে উত্তরেও।

মঙ্গল ও বুধবার কলকাতায় ভোর বেলা থেকে দৃশ্যমান্তা একেবারে কমে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে হালকা কুয়াশা দেখা যায়। শীতের আমেজ উধাও হয় সরস্বতী পুজোর সকালে।

আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এরপর দিন দুয়েক তাপমাত্রা ২ ডিগ্রির মতো কমতে পারে। এই দিনের মতো পরবর্তী ২৪ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog) থাকতে পারে।

আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ‌। আগামী দু’দিনে আরো বাড়বে দিনও রাতের তাপমাত্রা। আবার অন্যদিকে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি উপরে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে। উত্তরের হাওয়া দাপট নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version