কলকাতায় রকি-রানি, আলিয়া পা রাখতেই দুর্গাপুজোর মেজাজ

।। প্রথম কলকাতা ।।

রিমঝিম বৃষ্টিতে কলকাতায় লালপরী আলিয়া রকি অউর রানি কি প্রেম কাহানিতে রবিঠাকুরকে অসম্মান। বিতর্কে মুখ খুললেন আলিয়া-চূর্ণী। শাড়ি পরে কেমন লাগছিল আলিয়াকে? রণবীরপত্নী বাংলাতেই বললেন, কেমন আছো সবাই! হিন্দি ভুলে গিয়েছেন নাকি! কাদের জন্য এই অসম্ভব সম্ভব হল? আলিয়া-রণবীরের সাথে একই মঞ্চে টোটা ও চূর্নী। কলকাতায় রকি অউর রানি কি প্রেম কাহানি এনে দিল দুর্গাপুজোর মেজাজ। রকি অউর রানি কি প্রেম কাহানি প্রচারে কলকাতার এক পাঁচতারা হোটেলে রণবীর-আলিয়া। শহরে এসে কলকাতাবাসীকে তাঁর মা ও বাবার সঙ্গে আলাপ করালেন কন্যা আলিয়া।
নাচ-গান করে মাতিয়ে রাখলেন তিলোত্তমাবাসীকে। সব বিতর্কের জবাবও দিলেন তারকারা।

রণবীরের পরনে সাদা কালো ফরমাল আলিয়া সেজেছেন লাল গোলাপি শাড়িতে। নিজেদের নতুন ছবির শেষ গান
রিলিজ করলেন তাঁরা। শেষ গান ধিন্ডোরা বাজে রে রিলিজ করল কলকাতায়। দুজনের সঙ্গে ছিলেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। গানের সাথে পোজ দিলেন দুজনে। ছবিতে ব্যবহার করা হয়েছে রবি ঠাকুরের ছবি থেকে তাঁর লেখা। বিতর্ক উঠেছিল রণবীর সিংয়ের রবিঠাকুরকে দাদাজি বলার দৃশ্য নিয়ে। সব সমালোচনার জবাব দিলেন চূর্ণি। চূর্ণি গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট জবাব “করণ খুব সুন্দরভাবে বাঙালিয়ানাকে তুলে ধরেছেন কোথাও কোনও অসম্মান করা হয়নি। আমার মনে হয় ছবিটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে”

ধিন্ডোরা বাজে রে গানটি দুর্গা পুজোর আবহে তৈরি। গানের পুরো ব্যাকগ্রাউন্ড, দুর্গাপুজো মণ্ডপ, সেট সবই লাল রঙকে বেশ করে ডিজাইন করা হয়েছে। অগত্যা দুর্গাপুজো নিয়ে এই গানটি মুক্তি জন্য কলকাতার থেকে সঠিক জায়গা আর কীই বা হতে পারে। এদিন খুব ভোরে কলকাতার উদ্দেশ্যে রওনা হন রণবীর-আলিয়া। বাঙালির চরিত্রে অভিনয় করেছেন মহেশ ভাটের কন্যা। আলিয়ার কথায় জানা গেল নিজের মাতৃভাষা না হলেও তাঁর মুখ দিয়ে বাংলাই বেরিয়ে যাচ্ছিল বারবার। কেয়া হুয়া বলতে হলে কী হল বলে ফেলছিলেন আলিয়া। এই প্রথমবার বাঙালি চরিত্রে অভিনয় করতে গিয়ে রীতিমতো বাংলা শিখেছেন আলিয়া ভাট। আর তাই তো কলকাতায় রকি-রানি ছবির নতুন গান প্রকাশের অনুষ্ঠানে এসে কথা শুরু করেন বাংলাতেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version