Union Cabinet: বিধানসভা নির্বাচনের ফলাফলের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা!

।। প্রথম কলকাতা ।।

Union Cabinet: চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ৩-১ ব্যবধানে জিতে বিজেপি দুর্দান্ত পারফরম্যান্স করেছে। নির্বাচনী লড়াইয়ে বিজেপি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেসকে কার্যত ল্যাজেগোবরে করেছে। শুধু তাই নয় লোকসভা নির্বাচনের রাজনৈতিক পরিভাষায় সেমিফাইনাল কে এক দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। হিন্দি বলয়ে ফের উঠেছে গেরুয়া ঝড়। এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে যে আরও শক্তিশালী করবে, পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য দলের মনোভাবকে আরও দৃঢ় করতে সাহায্য করবে তাতে কোন সন্দেহ নেই। এর মধ্যেই উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় জনতা পার্টি হিন্দি বলয়ের তিন রাজ্য এবং তেলাঙ্গানা বিধানসভা ভোটের জন্য বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদকে ময়দানে নামিয়েছিল। তাঁদের মধ্যে হেরেছেন অনেকেই। তবে আবার জয়ী হয়েছেন অনেকেই। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসতে পারে কিছু রদবদল।

রবিবার চার রাজ্যের ফল প্রকাশিত হলে দেখা যায় মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং প্রহ্লাদ প্যাটেল। নরসিংপুর থেকে ৩১৩১০ ভোটে জেতেন প্রহ্লাদ। অন্যদিকে, ছত্তিশগড়ে জয়ী হন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিং। এছাড়া লোকসভা সাংসদ রাকেশ সিং, রীতি পাঠক, রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারী, অরুণ সাউ। এমনিতেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিগত বেশ কয়েক মাস ধরে রদবদলের সম্ভাবনার আভাস কানাঘুসো মিলছিল। চব্বিশের লোকসভার কয়েক মাস আগেই সেই রদবদলের সম্ভাবনা আরও প্রবল হয়ে গেল।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০২১ সালে বিজেপি একাধিক সাংসদকে টিকিট দিয়েছিল। বাংলা বিধানসভায় অবশ্য বিজেপির মাত্র দুই সাংসদ জয়ী হয়েছিলেন। তবে লোকসভার সাংসদ পদ ধরে রাখতে পরবর্তীতে তাঁরা পদত্যাগ করেন বিধানসভা থেকে। বাংলার সাংসদদের মতো তাঁরাও কি পদত্যাগ করবেন ? সেটা দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version