Earthquake: ভূমিকম্পের জেরে পাকিস্তানে মৃত্যু লীলা, আহত প্রচুর! দিল্লিতে কেমন অবস্থা?

।। প্রথম কলকাতা ।।

Earthquake: মঙ্গলবার (Tuesday) রাতে হঠাৎ কেঁপে ওঠে বড় বড় বিল্ডিং সহ বাড়ি। আতঙ্কে মানুষ নেমে আসেন রাস্তায়। এই চিত্র দিল্লির (Delhi)। মঙ্গলবার রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে আফগানিস্তান (Afghanistan), পাকিস্তান (Pakistan) সহ ভারতের (India) একাধিক এলাকা। ইতিমধ্যেই ভূমিকম্পের জেরে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। উত্তরোত্তর বাড়ছে আহতের সংখ্যা। ভূকম্পনটি প্রথম অনুভূত হয় আফগানিস্তানে মঙ্গলবার রাত ১০ টা ১৭ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫ । কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের জুর্মের ১৮০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া এলাকা। মঙ্গলবার রাতে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দিল্লির, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা রাজস্থানের বিভিন্ন এলাকার মানুষ বাইরে বেরিয়ে আসেন। সেই সময় ভূমিকম্পে যেভাবে বিল্ডিংগুলো কাঁপছিল তার কিছু ভিডিও ঘুরছে নেট পাড়ায়। যদিও এখনো পর্যন্ত ভারত থেকে কোন হতাহতের ঘটনার কথা আসেনি। অপরদিকে পাকিস্তানের উত্তরোত্তর বাড়ছে আহতের সংখ্যা। বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটিতে জারি করা হয়েছে এমার্জেন্সি অ্যালার্ট।

ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান। কিন্তু টানা ২ মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের একাধিক শহরে। যার কারণে রাতের অন্ধকারে আতঙ্কে অনেক বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। দিল্লি, গুরুগ্রাম সহ বহু এলাকার একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের আতঙ্ক এবং অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন। কেউ বা রেকর্ড করেছেন, ভূমিকম্পের সময় কিভাবে আসবাবপত্র থেকে শুরু করে সিলিং ফ্যান কাঁপছিল রাত ১০টা নাগাদ রাজধানী সহ বহু জায়গায় মানুষের ভিড় জমে যায়। জোরালো কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানের পাশাপাশি তাজিকিস্তান, পাকিস্তান এবং চীনের শিনজিয়াং প্রদেশে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version