Duare Sarkar: ফের রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’, কবে থেকে শুরু এই কর্মসূচি ?

।। প্রথম কলকাতা।।

Duare Sarkar : রাজ্যে হবে ফের শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’। আগামী ১৫ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত হবে দুয়ারে সরকার। দেশের সেরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। এর আগেও নাগরিক পরিষেবা উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প পথ দেখিয়েছে গোটা দেশকে। কখনো জাতীয় স্তরে কখনো বা আন্তর্জাতিক স্তরে মিলেছে স্বীকৃতি। দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিকপ্রসূত। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন প্রায় ১৫ দিন ধরে চলবে এই দুয়ারে সরকার কর্মসূচি ।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে দুয়ারী সরকার কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerejee)। বিভিন্ন এলাকার আয়োজিত এই কর্মসূচির শিবির গুলিতে সরকারি পরিষেবা এবং প্রকল্পের সুযোগ সুবিধার জন্য সাধারণ মানুষ আবেদন করেছিলেন। দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে ফিরতে সাহায্য করেছিল এই কর্মসূচি।

জানা গেছে, এই কর্মসূচীতে মোট ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। সেই সব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য খাদ্যসাথী, কৃষকবন্ধু, স্বাস্থ্যসাথী, মেধাশ্রী, শিক্ষাশ্রী , ঐক্যশ্রী ,তপশিলী বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর। শুধু তাই নয় এর পাশাপাশি আবেদন জানানো যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ কার্ডের জন্য।

জানা গিয়েছে, এবারের শিবিরে রাজ্য সরকার জোর দিচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের পড়ে থাকা টাকা খরচের উপর। নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, রাজ্যের কোনও মানুষ যাতে সরকারি পরিষেবা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে জেলা প্রশাসনকে জোর দিতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version