Pm Narendra Modi: প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর ড্রোনের নজরদারি! নেপথ্যে কে বা কারা? কী জানাল দিল্লি পুলিশ

।। প্রথম কলকাতা ।।

মোদীর নিরাপত্তায় বড় হুমকি। প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের ওপরে ঘুরছে রহস্যময় ড্রোন। নিমেষে তা উধাও। বড় হুমকি মোদীর আমেরিকার সফর থেকে ফেরার পর। নেপথ্যে কাদের হাত ভোর ৫টা নাগাদ ঠিক কী ঘটে গেছিল নমোর বাসভবনে? তদন্তে নেমে কী পেল দিল্লি পুলিশ? নরেন্দ্র মোদীর বাসভবনের ওপর ড্রোন উড়িয়ে কী দেখার চেষ্টা করা হচ্ছিল? নেপথ্যে কাদের হাত? প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। তদন্ত করে যে তথ্য উঠে এল দিল্লি পুলিশের হাতে সেটাই কি আনা হল প্রকাশ্যে? সন্দেহ বাড়ছে জানা আছে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর দিয়ে কিছু ওড়ার অনুমতি নেই। তাহলে কি ছিল নিরাপত্তায় গাফিলতি?

একটা ড্রোন উড়তে দেখা গেল আর তা নাকি নিমেষেই হয়ে গেল উধাও৷ সোমবার সকাল ৫-৫.৩০ নাগাদ সময় অ্যালার্মিং ছিল। কারণ SPG এই সময়ই লোক কল্যাণ মার্গের ওপর দিয়ে কিছু একটা উড়তে দেখে। তথ্য বলছে এরপর ৫.৩০ নাগাদই দিল্লি পুলিশকে খবর দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ। নো ফ্লাইং জোনে কারা ড্রোনটি উড়িয়েছিল বা কীভাবে এই ড্রোন এই এলাকায় এল তা নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশের স্পেশাল টিম। এক্ষেত্রে বলে রাখি, দিল্লি পুলিশ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে রয়েছেন মোদী মন্ত্রিসভার ‘নম্বর টু’ অমিত শাহ। লক্ষ্য করবেন ভোর ৫ টা নাগাদ ড্রোন উড়ল যেসময় আকাশ খুব একটা পরিস্কার থাকে না যে ড্রোন ট্র্যাক করা যাবে।

তথ্য বলছে, এমনটা এই প্রথম নয় ২০১৯ সালেও ঘটেছিল এমনই ঘটনা৷ তার সঙ্গে লিঙ্ক রয়েছে এটারও৷ প্রধানমন্ত্রীর বাসভবনের মতই রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর দফতরও নো ফ্লাইং জোনের মধ্যে পড়ে। এর মানে এই এলাকার ওপর দিয়ে ড্রোন তো দূরের কথা কোনও বিমানও ওড়ার অনুমতি নেই। তারপরও কীভাবে এল রহস্যময় এই ড্রোন? ২০১৯ সালে রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর দফতরের ওপরই ড্রোন ওড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছিল ২ আমেরিকান নাগরিককে। কেন ড্রোন উড়িয়েছিল তারা তা আজও জানা যায়নি। তবে সেসময় বিকেল ৫-৬ টা নাগাদ দেখা গেছিল সেই ড্রোন। ৪ বছর পর আবারও ঘটল তেমনই ঘটনা। দিল্লি পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, “আমাদের কাছে খবর এসেছে যে, প্রধানমন্ত্রীর ষ বাসভবনের কাছে একটি শনাক্ত করতে না পারা উড়ন্ত জিনিস দেখা গিয়েছে আমরা সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এমন কোনও জিনিস পাইনি এটিসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে তাদের নজরেও এমন কিছু আসেনি”।

এদিকে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ার খবরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এর সঙ্গে নমোর আমেরিকা সফর বা দেশের ইসিসি আনার তোড়জোড় এই ইস্যুগুলোর সম্পর্ক থাকলেও থাকতে পারে৷ তবে এর কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version